Jodi Lyrics (যদি) Mahtim Shakib Bengali Song

0
1420

Jodi Lyrics by Mahtim Shakib :
Song : Jodi
Singer : Mahtim Shakib
Lyrics : Robiul Islam Jibon
Music : Musfiq Litu
Tune : Nazir Mahamud
Director : Sanjoy Somadder
DOP : H.M Zaman
Music on : Rosogolla

Jodi Lyrics In Bengali. Song Is Sung by Mahtim Shakib. Starring : Arnab Margulis Antu, Shamonty Shoumi, Sayeed shahed, Nodi.

Jodi Lyrics :
যদি আমার আঙ্গুল গুলো হারিয়ে ফেলি
তোমার খোলা চুলে,
যদি তোমায় বুকে জড়িয়ে ফেলি
একটুখানি ভুলে।

ভেবো নাকো আমায় তুমি অবুজ অপরাধী
আমি কিন্তু তোমার ব্যেথায় সবচেয়ে বেশি কাঁদি,
আমি কিন্তু তোমার ব্যেথায় সবচেয়ে বেশি কাঁদি।

যদি হাত টা তোমার ছুঁয়ে ফেলি
দূষ্টু বাহানায়,
যদি কপাল জুড়ে টিপ্ এঁকে দেই
ভিন্ন অজুহাতে।

ভেবো নাকো আমায় তুমি অবুজ অপরাধী
আমি কিন্তু তোমার ব্যেথায় সবচেয়ে বেশি কাঁদি,
আমি কিন্তু তোমার ব্যেথায় সবচেয়ে বেশি কাঁদি।

যদি ভালোবাসি বলে ফেলি
নানান কথার ছলে,
যদি আজি তোমার নাম লিখে নেই
একলা আমার দলে।

ভেবো নাকো আমায় তুমি অবুজ অপরাধী
আমি কিন্তু তোমার ব্যেথায় সবচেয়ে বেশি কাঁদি,
আমি কিন্তু তোমার ব্যেথায় সবচেয়ে বেশি কাঁদি।

যদি আমার আঙ্গুল গুলো হারিয়ে ফেলি
তোমার খোলা চুলে
যদি তোমায় বুকে জড়িয়ে ফেলি
একটুখানি ভুলে।
ভেবো নাকো আমায় তুমি অবুজ অপরাধী
আমি কিন্তু তোমার ব্যেথায় সবচেয়ে বেশি কাঁদি,
আমি কিন্তু তোমার ব্যেথায় সবচেয়ে বেশি কাঁদি।

Jodi amar angul gulo hariye feli
Tomar khola chule
Jodi tomay buke joriye feli Ektukhani bhule

Vebo nako amay tumi obuj oporadhi
Ami kintu tomar bethay sobcheye beshi kandi
Ami kintu tomar bethay sobcheye beshi kadi

Jodi haat ta tomar chuye feli Dushtu bahanate
Jodi kopal jure tip eke dei Vinno ajuhaate
Bhebo nako amay tumi obuj aporadhi
Ami kintu tomar bethay shobcheye beshi kadi
Jodi valobashi bole feli Nanan kothar choley
Jodi aaji tomar naam likhe nei Ekla amar doley