Abahon (আবাহন) Lyrics – Habib Wahid, Porshi

0
217

Abahon Lyrics Habib Wahid And Porshi :
Song : Abahon
Singer : Porshi
Tune & Music : Habib Wahid
Lyrics : Faujia Sultana Poly
Video Production : HW Productions
Light Design & Technical Assistance : Sayeed Siddiqui

Abahon Song Lyrics In Bangla. The Song is sung by Porshi. Music composed by Habib Wahid. Bengali song Lyrics written by Faujia Sultana Poly.

Abahon Song Lyrics Porshi :
কি এমন আবাহন তোর ছায়ায়
মানে না মন বারন, তোর পাড়ায়,
কি এমন আবাহন তোর ছায়ায়
মানে না মন বারন, তোর পাড়ায় ।

তোর অবাক চোখ, অবুঝপনায়
কি করে বল তোকে আরো জানতে পাই
ছুঁয়ে ছুঁয়ে বসবাস,
চেনা জানার ইচ্ছে আভাস
অলিগলি তোর চারিপাশ তাই
আমার করেছি ।

বুঝে নে কতটা ভালোবেসেছি
ভীরু মনে গোপনে গেয়ে চলেছি
তুই আমার, তুই যে আমার
আমি যে ভালোবেসেছি
বুঝিস না কতটা কাছে রয়েছি ।

জেনে নে কতটা ভেবে রেখেছি
যতটা ভেবেছিস, তারও বেশী
তুই আমার, তুই যে আমার
আমি যে ভালোবেসেছি
বুঝিস না কতটা মিশে রয়েছি ।

এ কেমন সমর্পণ, তোর ভাবনায়
তোর ছোঁয়া দিসে হরন কল্পনায়
তোর চুপকথায় পাগলপারা
কি করে বল তোকে মন বোঝাই ।
চোখের পাশে গল্পে হারাই
ধোঁয়া ধোঁয়া স্বপ্নের মায়ায়
তোর বুকে আমার নিঃশ্বাস
আজ বেঁচে থাকা দায় ।

বুঝে নে কতটা ভালোবেসেছি
ভীরু মনে গোপনে গেয়ে চলেছি
তুই আমার, তুই যে আমার
আমি যে ভালোবেসেছি
বুঝিসনা কতটা কাছে রয়েছি ।

জেনে নে কতটা ভেবে রেখেছি
যতটা ভেবেছিস, তারও বেশী
তুই আমার, তুই যে আমার
আমি যে ভালোবেসেছি
বুঝিসনা কতটা মিশে রয়েছি ।

Ki emon abahon tor chayay
Mane na mon baron tor paray

Tor obak chokh obujhponay
Ki kore bol toke aaro jante pai
Chuye chuye bosobas
Chena janar icche avash
Oligoli tor charipash tai
Amar korechi.

Bujhe ne koto ta valobesechi
Bhiru mone gopone geye cholechi
Tui amar, tui je amar
Ami je bhalobesechi
Bujhisna koto ta kache royechi
Jene ne kotota vebe rekhechi
Jotota vebechis taaro beshi