Chader Golpo Lyrics (চাঁদের গল্প) Minar Rahman Bangla Song

0
454

Chader Golpo Lyrics by Minar Rahman :
Chader Golpo Song Is Sung by Minar Rahman Bengali Song from Pichutan Bangla Natok. Starring: Apurba, Mehazabien And AK Azad Ador. Music composed by Sajid Sarker And Chander Golpo Bengali Song Lyrics written by Faisal Rabbikin.

Drama : Pichutan
Song : Chader Golpo
Singer : Minar Rahman
Tune & Music : Sajid Sarker
Lyrics : Faisal Rabbikin
Directed By : AR Manon
DOP : Kamrul Islam Shuvo
Produced by : Kachi Ahmed
Label : Eagle Music

Chader Golpo Song Lyrics In Bengali :
একলা প্রহরী হয়ে জেগে থাকব সারা রাত,
চাঁদ যেন হয় না চুরি,
হয় না যেন প্রভাত।

জোছনা ছড়িয়ে ঘুমবে চাঁদ,
চেয়ে দেখবো অবিরত।
এমনই এক রাতের খোঁজে
আমি জেগেছি কত।

চাঁদ যদি দুচোখ মেলে সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ একটু ছুঁয়ে দেবে।

উষ্ণ ছোঁয়ায় তারাগুলো,
উৎসবে হবে রত।
জোছনা প্লাবনে ভেসে ভেসে,
অচেনাতে হারাবো।

বাধা যত সব দূরে ঠেলে
নিয়মটা ছাড়াবো।
অচিন মায়ায় মুছে যাবে
মনের জমা সব ক্ষত।

চাঁদ যদি দুচোখ মেলে সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ একটু ছুঁয়ে দেবে।
যদি দুচোখ মেলে সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ একটু ছুঁয়ে দেবে।

রাত জোছনা হবে না শেষ হবে না
এই.. ভালোবাসা, আজ ফুরবে না।
একলা প্রহরী হয়ে জেগে থাকব সারা রাত ,
চাঁদ যেন হয় না চুরি, হয় না যেন প্রভাত।

জোছনা ছড়িয়ে ঘুমবে চাঁদ
চেয়ে দেখবো অবিরত,
এমনই এক রাতের খোঁজে
আমি জেগেছি কত।

চাঁদ যদি দুচোখ মেলে সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ একটু ছুঁয়ে যাক।
যদি দুচোখ মেলে সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ একটু ছুঁয়ে দেবে।

চাঁদের গল্প লিরিক্স – মিনার রহমান :
Ekla prohori hoye jege thakbo sara raat
Chand jeno hoy na churi
Hoyna jeno probbhat
Jochona choriye ghumobe chand
Cheye dekhbo obiroto
Emoni ek raater khoje Ami jegechi koto
Chad jodi duchokh mele sottike shopno vabe
Matal hridoy taari mukh ektu chuye debe