Obak Jole Lyrics (অবাক জলে) Konttho | Prasen

0
247

Obak Jole Lyrics by :

Obak Jole Song Is Sung by Prasen from Bengali Movie. Starring: , , Koneenica Banerjee And Others. Tumi To Gaan Bananor Karon Hole Bengali Song Lyrics written by Prasen. Music Mixing and Mastering by Krishnendu Mondal.

Movie : Kontho – The sound of silence
Song : Obak Jole
Vocal, Music & Lyrics : Prasen
Sound Programming: Rudraneel Chowdhury
Directed by : Nandita Roy & shiboprosad mukhopadhyay
DOP : Shubhankar Bhar
Label : WINDOWS

Obak Jole Song Lyrics In Bengali :
ইদানিং থাকছি ডুবে অবাক জলে,
তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে।
নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে,
নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে,
তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।
তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।

ভোলে মন বৃষ্টিপাতের মামদোবাজি,
তুমি হও রাজা আমি মন্ত্রী সাজি।
ঝালে-ঝোলে কিংবা কোনো মন্ত্রবলে,
ঝালে-ঝোলে কিংবা কোনো মন্ত্রবলে,
তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।

তুমি এলে পূর্বরাগের প্রথম পাঠে,
মন আমার সেলাই মেশিন দেয়াল বোনে।
যত ভাবি আর যাবোনা সে জঙ্গলে,
যত ভাবি আর যাবোনা সে জঙ্গলে
তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।
তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।

ইদানিং থাকছি ডুবে অবাক জলে,
তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে।
নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে,
নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে,
তুমি সেই গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।
তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।

Edaning thakchi dube obak jole
Tomar parar joint kingba alcohol e
Nana bidho akare aar ingitete
Tumi to gaan bananor karon hole, karon hole
Aar ekta gan bananor karon hole
Tumi pher gaan bananor karon hole, karon hole
Aar ekta gan bananor karon hole