Vul Lyrics (ভুল) Tasrif Khan – Kureghor Band

0
541

Vul Lyrics by Tasrif Khan :
Song: Vul
Vocal Lyrics & Tune: Tasrif Khan
Music: Rezwan Sheikh
Band Name: Kureghor
Director: BK Shahin Khan
Label: ZS Entertainment

Vul Song Lyrics In Bangla written by and sung by Tasrif Khan from Kureghor Bangla Band. Bhul Bengali Song Music composed by Rezwan Sheikh. Starring: Samia Haque And Shojol Islam. DOP by Jahangir Raj And Edited by Shajibujjaman Dipu.

Vul Song Lyrics In Bangla Tasrif Khan :
একা একা দিন গুলো যায় তোমার আশাতে
ফিরে কবে আসবে আবার মনের পাড়াতে
তোমার ছবি যতন কইরা হাইকা ছিলাম তাই
এখন ছবির মানুষ পর হইলে কেমনে থাকা যায় ।

ভুল গুলো সব শুধরেছি আজ তুমি পাশে নেই
বোকা মন কে মিছে শত স্বান্তনা যে দি
আর কতকাল মিথ্যে হাসি হাসবো এভাবে
এই একটায় আমি থমকে গেছি তোমার অভাবে ।

দোষ তা ছিল সবটুকু মোর মাথা পেতে নেবো
যেমন করে চাইতে তুমি তেমন করেই রবো
প্রেমের বিষে জ্বলছে দেহ পায়না তোমার ছোঁয়া
তোমার আমির সঙ্গে যে আজ নিকোটিন এর ধোঁয়া ।

ভুল গুলো সব শুধরেছি আজ তুমি পাশে নেই
বোকা মন কে মিছে শত স্বান্তনা যে দি
আর কতকাল মিথ্যে হাসি হাসবো এভাবে
এই একটায় আমি থমকে গেছি তোমার অভাবে ।

মন পাখিটা খুব অসহায় একলা বসে কাঁদে
আধ মরা তার স্বপ্ন আবার উড়বে কেমন করে
আজ তোমার মনের ডাইরি তে কার ছবিটা আঁকো
আমি না হয় খারাপ ছিলাম তুমি ভালো থেকো ।

ভুল গুলো সব শুধরেছি আজ তুমি পাশে নেই
বোকা মন কে মিছে শত স্বান্তনা যে দি
আর কতকাল মিথ্যে হাসি হাসবো এভাবে
এই একটায় আমি থমকে গেছি তোমার অভাবে..

Eka eka din gulo jaay Tomar ashate
Fire kobe ashbe abar moner parate
Tomar chobi joton koira haika chilam tai
Ekhon chobir manush por hoile Kemne thaka jaay

Bhul gulo shob sudhrechi aaj tumi pashe nei
Boka mon ke miche shoto shantona je di
Aar kotokal mitthey hasi hasbo evabe
Ei ektay ami thomke gechi tomar ovabe

Dosh ta chilo shob tuku mor matha pete nebo
Jemon kore chaite tumi temon korei robo
Premer bishe jolche deho paayna tomar chowa
Tomar amir songee je aaj nicontin er dhowa

Mon pakhi ta khub oshohay ekla boshe kade
Aadh mora taar shopno abar urbe tomar sathe
Aaj Tomar moner dairy te kaar chobita anko
Ami na hoy kharap chilam tumi valo theko