Tumi Tomar Moto Lyrics by Minar Rahman :
Tumi Tomar Moto Bengali Song Is Sung by Minar Rahman Featuring Shahtaj. Music Arrangement by Shaker Raza And Video Song Directed by Flybot Studios. Tumi Tomar Moto Ami Nijeri Moto Bengali Song Lyrics written by Minar Rahman.
Song : Tumi Tomar Moto
Vocals, Tune, Music & Lyrics : Minar Rahman
Music Arrangement : Shaker Raza
Music Video Direction : Flybot Studios
Music Video concept : Red Rocket
Brought To You By : Bombay Sweets Pasta Chips
Tumi Tomar Moto Song Lyrics In Bengali :
কোনো এক রুপালি দুপুরে
তোমার সাথে দেখা,
কেন তা বুঝেও বুঝিনা।
জানালার কাঁচে থমকে থাকে
অবুজ কিছু কথা,
যেন তা শুনেও শুনছো না।
আমি তোমায় খুঁজে বেড়াই
ঘুরে ঘুরে হারাই,
তুমি অবাক চোখে তাকিয়ে কাকে দেখো,
ঘুম ভাঙা শহরে, অচেনা প্রহরে..
উদাসী বিকেলে, নিজেকে ছাড়িয়ে
আমি তোমায় নিয়ে কোথায় যাবো জানিনা
হা হা হারিয়ে, অথবা পালিয়ে..
তুমি তোমার মতো,
আমি নিজেরই মত।
পাওয়া না চাওয়াতে,
চাওয়া না পাওয়ারই ঠিকানা,
মুছে গিয়েছে সব সীমানা।
বিবাগী বাতাসে উড়ছে ভালোবাসা,
তুমি তা দেখছো কি দেখছো না
আমি তোমায় খুঁজে বেড়াই
ঘুরে ঘুরে হারাই,
তুমি অবাক চোখে তাকিয়ে কাকে দেখো,
ঘুম ভাঙা শহরে, অচেনা প্রহরে..
উদাসী বিকেলে, নিজেকে ছাড়িয়ে
আমি তোমায় নিয়ে কোথায় যাবো জানিনা
হা হা হারিয়ে, অথবা পালিয়ে..
তুমি তোমার মত,
আমি নিজেরই মতো।
তুমি তোমার মতো লিরিক্স – মিনার রহমান :
Kono ek rupali dupure tomar sathe dekha
Keno ta bujheo bujhina
Janalar kache thomke thake
Abuj kichu kotha
Jeno ta shuneo shuncho na
Ami tomay khuje berai ghue ghure harai
Tumi obak chokhe takiye kake dekho
Ghum vanga shohore ochena prohore
Udashi bikele nijeke chariye
Ami tomay niye kothay jabo janina
Ha ha hariye othoba paliye
Tumi tomar moto Ami nijeri moto