Tumi Purnimari Alo Lyrics (তুমি পূর্ণিমারই আলো) Samz Vai Bangla Song

0
1966

Tumi Purnimari Alo Lyrics Samz Vai :
Tumi Purnimari Alo Song Is Sung by Samz Vai Bangla Song. Starring: Afjal Sujon And Ishana Adrija. Music Composed by Tanzil Hasan. Tumi Purnimar Aalo Amar Sonar Moyna Pakhi Song Lyrics Written by Samz Vai.

Song : Tumi Purnimari Alo
Lyrics & Tune : Samz Vai
Music : Tanzil Hasan
Story & Directed by : Eagle Team
DOP : Rajon Hossain Romm
Edit : Imratul Islam
Label : Eagle Music

Tumi Purnimari Alo Song Lyrics In Bengali :
তুমি পূর্ণিমারই আলো
আমার সোনার ময়না পাখি,
চোখ খানি মোর বন্ধ করলে
তোমায় শুধু দেখি।
আমার ভাল্লাগেনা কিছু এই
তোমাকে ছাড়া,
প্রতিটি সময় যেন লাগে দিশেহারা।

কেন তুমি বোঝোনা
আমার মনের ব্যথা,
পাবো তোমায় খুঁজে, আমি কোথা।

সেই তুমি কেন, এত অচেনা,
আমাকে তুমি, বুঝেও বুঝলেনা।

তুমি পূর্ণিমারই আলো
আমার সোনার ময়না পাখি,
চোখ খানি মোর বন্ধ করলে
তোমায় শুধু দেখি।
আমার ভাল্লাগেনা কিছু এই
তোমাকে ছাড়া,
প্রতিটি সময় যেন লাগে দিশেহারা।

হৃদয়টার মাঝারে, রাখিলাম আদরে
কত যতনে পুষিয়া,
এভাবে আমাকে, অবহেলা করে
কেন গেলে চলিয়া।

কে বুঝে আমাকে, তুমি বিহনে
ভুলে গেছো কি সব স্মৃতি?
বুঝিনা কেন যে, রোজ রাতে স্বপনে
শুধু করো ডাকাডাকি।

তুমি পূর্ণিমারই আলো
আমার সোনার ময়না পাখি,
চোখ খানি মোর বন্ধ করলে
তোমায় শুধু দেখি।
আমার ভাল্লাগেনা কিছু এই
তোমাকে ছাড়া,
প্রতিটি সময় যেন লাগে দিশেহারা।

তুমি পূর্ণিমারই আলো লিরিক্স – সেমজ ভাই :
Tumi Purnimari Aalo
Amar sonar moyna pakhi
Chokh khani mor bondho korle
Tomay shudhu dekhi
Amar bhallage na kichu ei
Tomake chara
Protiti somoy jeno
Laage dishehara
Keno tumi bojhona,
Amar moner byatha
Pabo tomay khuje Ami kotha
Sei tumi keno eto ochena
Amake tumi bujheo bujhle na