Bodhua Lyrics (বধূয়া) Ishan Mitra | 17th September

0
430

Bodhua Lyrics by Ishan Mitra :
Bodhua Song Is Sung by Ishan Mitra from 17th September Bengali Movie. Starring: Soham Chakraborty And Arunima Ghosh. Music Composed by Savvy. Bujhe Gechi Kake Sagor Bole Bodhuya Lyrics Written by Akash Chakrobarty. Song Mixed and mastered by Subhadeep Mitra.

Song : Bodhua
Movie : 17th September
Singer : Ishan Mitra
Music : Savvy
Lyrics : Akash Chakroborty
Director : Amitabha Bhattacharyya
Producer : Rupa Datta
Production House : Camellia Productions Pvt Ltd
Music on : Zee Music Company

Bodhua Song Lyrics In Bengali :
কে জানে আজ কি সুখে
তাকিয়ে তোর দু’চোখে,
বুঝে গেছি কাকে সাগর বলে বধূয়া,
বুঝে গেছি কাকে সাগর বলে বধূয়া।

আকাশে ওড়া ওই চুলে,
মেখেছি ঢেউ মন খুলে,
বুঝে গেছি কাকে সাগর বলে বধূয়া,
বুঝে গেছি কাকে সাগর বলে বধূয়া।

যেই তোর হাত ধরে,
যাই ভাবি খুব দূরে
সেই মন মাঝি বৈঠা হারায়,
তাও তোর চোখ জানে,
নাও তার সন্ধানে
ভয় হারালো জোয়ার ভাটায়।

ভয় হারালো সব অচেনায়,
মন হারালো তোর ইশারায়..

আকাশে ওড়া ওই চুলে,
মেখেছি ঢেউ মন খুলে,
বুঝে গেছি কাকে সাগর বলে বধূয়া,
বুঝে গেছি কাকে সাগর বলে বধূয়া।

বধূয়া লিরিক্স – ঈশান মিত্র :
Ke jaane aaj ki sukhe
Takiye tor duchokhe
Bujhe gechi kake sagor bole badhua
Akashe ora oi chule
Mekhechi dheu mon khule
Bujhe gechi kake sagar bole bodhuya