Tumi Koi Lyrics (তুমি কই) Shiekh Sadi Bangla Song

0
2117

Tumi Koi Lyrics by Shiekh Sadi :
Tumi Koi Song Is Sung by Shiekh Sadi featuring Mariya Hossain Mim. This Romantic Bangla Song Tune by Sharukh Hossain And Shohag Farhan. Tumi Koi Tumi Nai Bengali Song Lyrics written by Sharukh, Farhan And Shiekh Sadi. Music Mixing And Mastering by Mahmudul Hasan Romance.

Song Name : Tumi Koi Tumi nai
Singer : Shiekh Sadi
Tune : Sharukh Hossain & Shohag Farhan
Lyrics : Sharukh, Farhan, Shiekh Sadi
Music : Sharukh Hossain
Direction : Als Shawon
Concept & Producer : Shiekh Sadi

Tumi Koi Song Lyrics In Bengali :
চুপি চুপি মনের মাঝে,
দোলা দিয়ে তুমি যাও।
ঘুমের ঘোরে তোমায় দেখি,
ঘুম ভাঙলে তুমি নাই।

তুমি কই, তুমি নাই,
আমি তোমাকে চাই।
বারেবার শতবার,
আমি তোমাকে চাই।

বিভোর থাকি তোমার প্রেমে,
নেই কোন হারানোর ভয়।
দূরে যত থাকো তুমি,
ভালোবাসা বেড়ে যায়।

তুমি কই, তুমি নাই,
আমি তোমাকে চাই।
বারেবার শতবার,
আমি তোমাকে চাই।

তোমায় ভেবে, ভেবে ভেবে
সময় আমার কেটে যায়।
তুমি আমার, শুধু আমার,
যেনে রাখো তুমি তাই।

তুমি কই, তুমি নাই,
আমি তোমাকে চাই।
বারেবার শতবার,
আমি তোমাকে চাই।

তুমি যদি ভেবে থাকো
তোমার পাশে আমি নাই,
আধো আলো হয়ে তোমার পাশে
জায়গা করে নিতে চাই।

তুমি কই, তুমি নাই,
আমি তোমাকে চাই।
বারেবার শতবার,
আমি তোমাকে চাই।

তুমি কই লিরিক্স :
Chupi chupi moner majhe
Dola diye jao tumi
Ghumer ghore tomay dekhi
Ghum vangle tumi nai
Tumi koi tumi koi ami tomake chai
Bare baar shotobar ami tomake chai
Bibhor thaki tomar preme
Nei kono haranor bhoy
Dure joto thako tumi
Valobasha bere jaay