Tobo Chorono Nimne Lyrics (তব চরণ নিম্নে) Jayati Chakraborty

0
125


তব চরণ নিম্নে উৎসবময়ী 

শ্যামধরনী সরসা,

তব চরণ নিম্নে উৎসবময়ী 

শ্যামধরনী সরসা,

ঊর্ধ্বে চাহো অগণিত মনি 

রজ্ঞিত নভঃ নীলাঞ্চলা,

ঊর্ধ্বে চাহো অগণিত মনি 

রজ্ঞিত নভঃ নীলাঞ্চলা,

সৌম্য মধুর দিব্যাঙ্গনা 

শান্ত-কুশল-দরশা,

শ্যামধরনী সরসা,

তব চরণ নিম্নে উৎসবময়ী 

শ্যামধরনী সরসা।। 

দূরে হের চন্দ্রকিরণ 

উদ্ভাসিত গঙ্গা,

নৃত্য পুলক গীতি মুখর 

কলুষ হরতরঙ্গা,

ধায় মত্ত হরষে 

সাগর পদ পরশে,

কূলে কূলে করি পরিবেশন 

মঙ্গলময় বরষা,

শ্যামধরনী সরসা,

তব চরণ নিম্নে উৎসবময়ী 

শ্যামধরনী সরসা।। 

ফিরে দিশি দিশি মলয় মন্দ 

কুসুম গন্ধ বহিয়া,

আর্য গরিমা কীর্তি কাহিনী 

মুগ্ধ জগতে কহিয়া,

হাসিছে দিগবালিকা

কন্ঠে বিজয় মালিকা,

নব জীবন পুষ্পবৃষ্টি 

করিছে পুণ্য হরষা,

শ্যামধরনী সরসা,

তব চরণ নিম্নে উৎসবময়ী 

শ্যামধরনী সরসা।। 

ওই হের স্নিগ্ধ সবিতা 

উদিছে পূর্ব গগনে,

কান্তোজ্জ্বল কিরণ বিতরি 

ডাকিছে সুপ্তি মগনে,

নিদ্রালস নয়নে এখনো 

রবে কি শয়নে?

জাগাও বিশ্ব পুলক পরশে 

বক্ষে তরুন ভরসা,

শ্যামধরনী সরসা,

তব চরণ নিম্নে উৎসবময়ী 

শ্যামধরনী সরসা,

ঊর্ধ্বে চাহো অগণিত মনি 

রজ্ঞিত নভঃ নীলাঞ্চলা,

সৌম্য মধুর দিব্যাঙ্গনা 

শান্ত-কুশল-দরশা,

শ্যামধরনী সরসা,

তব চরণ নিম্নে উৎসবময়ী 

শ্যামধরনী সরসা।।

তব চরণ নিম্নে লিরিক্স – জয়তী চক্রবর্তী :

Tobo chorono nimne

Shyamdhoroni sorosa

Urdhe chaho ogonito moni

Ranjito nobho nilanchola

Soumya modhur dibbyangona

Shanto kushol dorosha

Dure hero chandrakiron

Udbhashito gonga

Nrittyo pulok giti mukhor

Kolush hororongga

Dhaay motto horoshe

Sagor podo poroshe

Kule kule kori poribeshon

Mangalmoy borosha

তব চরণ নিম্নে গানটি গেয়েছেন জয়তী চক্রবর্তী। গানের সুর এবং লিরিক্স লিখেছেন রজনীকান্ত সেন