Rong Pencil Lyrics by Minar Rahman :
Rong Pencil Song is Sung by Minar Rahman Bangla Song from OST of the Drama Unexpected Surprise. Starring: Afran Nisho And Mehazabien Chowdhury. Music composed by Amit Chattarjee And Bengali Song Lyrics written by Omar Faruk. Unexpected Surprise Bangla Natok Directed by Mahmudur Rahman Hime.
Song : Rong Pencil
Singer : Minar Rahman
Lyrics : Omar Faruk
Tune & Music : Amit Chattarjee
Story & Direction : Mahmudur Rahman Hime
D.O.P : Shafiqul Alam Shanat
Edit & Color : Towfiqul Islam
Label: Dhruba Music Station
Rong Pencil Song Lyrics In Bengali :
জানি রাখতে পারবোনা,
জানি থাকতে পারবো না,
তোর খুব কাছাকাছি।
তুই ও জানিস, তুই ও বুঝিস
আমার এই ভালোবাসা নয় কানামাছি।
রং পেনসিল তোকে কাটতে পারিনা,
কোনো শার্পনার এ।
রং পেন্সিল তোকে রাঙাতে পারিনা,
মন ক্যানভাসে, যদি তুই ক্ষয়ে যাস।
আকাশটাও বলে আবোল-তাবোল
ঠিক যেন টোরি মতো।
তবুও আমি হারায় নিজেকে
থাকুক অনিশ্চয়তা যতো।
তুই ও জানিস, তুই ও বুঝিস
আমার এই ভালোবাসা নয় কানামাছি।
রং পেনসিল তোকে কাটতে পারিনা,
কোনো শার্পনার এ।
রং পেন্সিল তোকে রাঙাতে পারিনা,
মন ক্যানভাসে,
যদি তুই ক্ষয়ে যাস।
রোদ গুলো ঠিক বোঝে আমাকে
তুই রোদ হলে খোতি কি বল?
ভালোলাগা গুলো নিয়ে সব
মনের ক্যানভাস রাঙাই চল।
তুই ও জানিস, তুই ও বুঝিস
আমার এই ভালোবাসা নয় কানামাছি।
রং পেনসিল তোকে কাটতে পারিনা,
কোনো শার্পনার এ।
রং পেন্সিল তোকে রাঙাতে পারিনা,
মন ক্যানভাসে,
যদি তুই ক্ষয়ে যাস।
রং পেন্সিল লিরিক্স :
Jani rakhte parbo na, jani thakte parbo na
tor khub kachakachi
Tui o janis, tui o bujhis
Amar ei valobasha noy kanamachi
Rong Pencil toke katte parina, kono sharpener-e
Jodi tui venge jash
Rong Pencil toke rangate pari na, Mon canvas e
Jodi tui khoye jash