Pari Na Lyrics (পারি না) Anupam Roy | Bhootchakra Pvt Ltd

0
273

Pari Na Lyrics by Anupam Roy :
Pari Na Song Is Sung by Anupam Roy from Bhootchakra Pvt Ltd Bengali Movie. Starring: Soham Chakraborty, Bonny Sengupta, Gaurav Chakrabarty, Paran Bandopadhyay, Srabanti Chatterjee, Rittika Sen, Kaushik Sen And Others.

Song : Pari Na
Film : Bhootchakra Pvt. Ltd.
Vocal, Music & Lyrics : Anupam Roy
Director : Haranath Chakraborty
DOP : Gopi Bhagat
Story, Screenplay & Dialogues : Padmanabha Dasgupta
Presenter : Nispal Singh
Produced by : Surinder Films Pvt. Ltd.

Pari Na Song Lyrics In Bengali :
এতদিন দূর থেকে দেখেছি
কাছে এসে হাত যেই রেখেছি,
হয়তো মানুষেরই মতো
ব্যবহারে সংযত
এ শরীরে হৃদয় আছে কি?
আমি ক্রমশ গেছি ঘেঁটে
তাই ভালোবাসার গেটে
মুখ নিচু করে দাঁড়িয়ে আছি।

কেন পারিনা,
আমি রাত জেগে করি পায়চারি না,
আমি হোতে চাই ঘোর সংসারী না,
আমি রেগে গেলে কিছু ছুঁড়ে মারি না,
আমি হেরে যাই তবু হাল ছাড়ি না।

কত কিছু চোখে যেন পড়ে না
ছায়ার সঙ্গে কুস্তি কেউই লড়ে না।
ভালোবেসে ফেলে বোকামি
তাই ভাবি বসে আমি
এ শরীরে হৃদয় আছে কি?
ছিলাম নিরীহ বঙ্গবাসী
উড়ে এলো সাঁড়াশী
এটা স্বপ্ন না রিয়ালিটি।

কেন পারিনা,
আমি রাত জেগে করি পায়চারি না,
আমি হোতে চাই ঘোর সংসারী না,
আমি রেগে গেলে কিছু ছুঁড়ে মারি না,
আমি হেরে যাই তবু হাল ছাড়ি না।

কেন পারিনা লিরিক্স – অনুপম রয় :
Keno Parina,
Ami raat jege kori paaychari na
Ami hote chai ghor songsari na
Ami rege gele kichu chure marina
Ami here jai tobu haal chari na