Moner Kinaray Lyrics (মনের কিনারায়) Habib Wahid | Sharlina Hossain

0
441

Moner Kinaray Lyrics by Habib Wahid :
Moner Kinaray Song Is Sung by Habib Wahid Bangla Song Featuring: Sharlina Hossain. Music composed by Habib Wahid And Tomar oi Moner Kinaray Bengali Song Lyrics written by Suhrid Sufian.

Song : Moner Kinaray
Vocal, Tune & Music : Habib Wahid
Lyrics : Suhrid Sufian
Director : Maruf Raihan
Label : Cd Choice

Moner Kinaray Song Lyrics In Bengali :
চোখেরই পলকে, রূপেরই ঝলকে
মন করে উড়ু উড়ু,
প্রেমটা কি হলো শুরু আজ।

ও.. বুকেরই ভেতরে, স্নিগ্ধ এ প্রহরে
ঘুম হয়ে ভেসে ভেসে,
তুমি এলে অবশেষে আজ।

তোমার ওই মনের কিনারায়
কিছু প্রেম, কিছু ফুল ফোটাবো আমি,
খুঁজে নেবো ধীরে ধীরে,
লুকোনো মায়ার কারুকাজ।
ও.. চোখেরই পলকে, রূপেরই ঝলকে
মন করে উড়ু উড়ু,
প্রেমটা কি হলো শুরু আজ।

কেন যে কি কারণে
এতদূরে ছুটে চলে যাও, জানি না।
ও.. তোমাকে ছাড়া আমি,
দু’ফোটা থাকতে যে একা, পারি না।
ও.. পাখি ডেকে যায় গান শুনি না,
যদি বয়ে যায় ঢেউ গুনি না, মিষ্টি যন্ত্রনায়
ছুঁয়ে ছুঁয়ে গেলে আমায়,
তোমার ওই মনের কিনারায়,
কিছু প্রেম, কিছু ফুল ফোটাবো আমি,
খুঁজে নেবো ধীরে ধীরে,
লুকোনো মায়ার কারুকাজ।
ও.. চোখেরই পলকে, রূপেরই ঝলকে
মন করে উড়ু উড়ু,
প্রেমটা কি হলো শুরু আজ।

কি পাবো, কি হারাবো
তোমার মাঝে আমি কখনো, খুঁজি নি।
ও.. তোমাকে দেখার আগে
ভালোবাসার শিহরণ, বুঝি নি।
ও.. দিন চলে যায় তুমি পাশে নাই
একসাথে রোদ চলোনা কুড়াই, মিষ্টি যন্ত্রনায়
ছুঁয়ে ছুঁয়ে গেলে আমায়,
তোমার ওই মনের কিনারায়,
কিছু প্রেম, কিছু ফুল ফোটাবো আমি,
খুঁজে নেবো ধীরে ধীরে,
লুকোনো মায়ার কারুকাজ।
ও.. চোখেরই পলকে, রূপেরই ঝলকে
মন করে উড়ু উড়ু,
প্রেমটা কি হলো শুরু আজ।
ও.. বুকেরই ভেতরে, স্নিগ্ধ এ প্রহরে
ঘুম হয়ে ভেসে ভেসে,
তুমি এলে অবশেষে আজ।

মনের কিনারায় লিরিক্স – হাবিব ওয়াহিদ
Chokheri poloke ruperi jholoke
Mon kore uru uru
Premta ki holo shuru aaj
Bukeri vetore snigdho e prohore
Ghum hoye vese vese
Tumi ele oboseshe aaj
Tomar oi moner kinaray
Kichu prem kichu ful fotabo ami
Khuje nebo dhire dhire
Lukono mayar karukaaj