Maya Makha Lyrics by A R Rabbi :
Maya Makha Song Is Sung by A R Rabbi from Talash Bengali Movie. This Bengali Movie Directed by Directed By Saikat Nasir. Music Composed by Din Islam Sharuk. Maya Makha Lyrics Written by Ronok Ekram.
Song : Maya Makha
Movie : Talash
Vocal & Tune : A. R. Rabbi
Lyric : Ronok Ekram
Music : Din Islam Sharuk
Directed By : Saikat Nasir
DOP : Forhad Hussain
Story, Screenplay & Dialogue : Asad Zaman
Produced by : Cleopatra Films
Co Producer : Vizsualizer Workshop
Edited by : Akramul Hoque
Background Music : Ahmmed Humayun
Distributed By : The Abhi Kathachitra
Digital Partner : Tiger Media
Maya Makha Song Lyrics In Bengali :
মায়া মাখা তোর ছবিটা
কোন আঁধারে বিলীন,
ধোঁয়ায় উড়ে স্মৃতির আকাশ
ফুঁকছি নিকোটিন।
আমার আকাশ অহরেরী
যাচ্ছে খসে খসে,
আশ্বাসের ছাদ পিলার কাপে
সবই যাচ্ছে ধসে,
আমার সবি যাচ্ছে ধসে।
মায়া মাখা তোর ছবিটা
কোন আঁধারে বিলীন,
ধোঁয়ায় উড়ে স্মৃতির আকাশ
ফুঁকছি নিকোটিন।।
বোকা বোকা ইচ্ছেগুলো
তোর কাজলে সাজতো,
বোকা বুকে তোর নুপুরের
সুর কেবলি বাজতো।
তবু বোকার প্রেম নদীতে
থাকলো না আর জল,
কোন সাগরে ডুব মেরেছিস
একটু আমায় বল,
একটু আমায় বল।
মায়া মাখা তোর ছবিটা
কোন আঁধারে বিলীন,
ধোঁয়ায় উড়ে স্মৃতির আকাশ
ফুঁকছি নিকোটিন।।
বোকা বোকা কথার মিছিল
তোর ইশারায় হাসতো,
তোরই নামে স্লোগান তুলে
হাওয়ায় হাওয়ায় ভাসতো।
আজো বোকার মনের ভেতর
ঝড় বয়ে যায় রোজ,
বোকা চোখে চেয়ে থাকি
মেলেনা তোর খোঁজ,
মেলেনা তোর খোঁজ।
মায়া মাখা তোর ছবিটা
কোন আঁধারে বিলীন,
ধোঁয়ায় উড়ে স্মৃতির আকাশ
ফুঁকছি নিকোটিন।।
মায়া মাখা লিরিক্স – তালাশ :
Maya makha tor chobita
Kon andhare bilin
Dhoway ure smritir akash
Fukchi nicotine
Amar akash ohorehi
Jacche khose khose
Ashwasher chaad pilar kaape
Sobi jacche dhose
Amar sobi jacche dhose
Boka boka icche gulo
Tor kajole sajto
Boka buke tor nupurer
Sur keboli bajto
Tobu bokar prem nodite
Thaklo na aar jol
Kon sagore doob merechis
Ektu amay bol
মায়া মাখা গানটি গেয়েছেন এ আর রাব্বি। গানটি তালাশ বাংলা সিনেমা থেকে নেওয়া হয়েছে। গানটির সুর দিয়েছেন দিন ইসলাম শারুক এবং মায়া মাখা লিরিক্স লিখেছেন রওনক একরাম। তালাশ বাংলা সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ ও বুবলি।