Katha Chilo Kato Lyrics (কথা ছিল কত) Googly Movie | Soham | Srabanti

0
312

Katha Chilo Kato Lyrics from :
Katha Chilo Kato Song Is Sung by And from Googly Bengali Movie. Starring: And Chatterjee. Music composed by And Kotha Chilo Koto Bengali Song Lyrics written by . Music Mastered And Mixed by Adeep Singh Manki.

Song : Katha Chilo Kato
Film : Googly
Singers : Timir Biswas & Iman Chakraborty
Music : Prasen
Lyrics : Ritam Sen
Director : Abhimanyu Mukherjee
Presenter : Nispal Singh
Produced by : Surinder Films Pvt. Ltd.

Katha Chilo Kato Lyrics In Bengali :
মেঘে মেঘে গেল বেলা অবিরত,
হল না বলা, কথা ছিল কত।
চোখে চোখে বোনা আলাপের সুতো,
হল না জানানো, কথা ছিল কত।

মেঘে মেঘে গেল বেলা অবিরত,
হল না বলা, কথা ছিল কত।
চোখে চোখে হওয়া আলাপের সুতো,
সে বোঝেনি বুঝি, কথা ছিল কত।

কথা ছিল, কথা ছিল কত কথা ছিল
কথা ছিল, কথা ছিল, কথা ছিল
কত কথা ছিল।

মেঘে মেঘে গেল বেলা অবিরত,
হলো না বলা, কথা ছিল কত।

মায়াবী বিকেলে আলো পড়ে এলে,
লুকোচুরি খেলে রোজকার চেনা পথও।
ফেরারী মেঘেরা সোনা দিয়ে ঘেরা,
একা বাড়ি ফেরা, বুকে নিয়ে কিছু ক্ষত।

তার খোঁজে ওরে ঝরা পাতা যত,
কোথায় হারালো, কথা ছিল কত ।
ঘুমের গোপনে ছোঁয়াটির মতো,
জ্বলে আর নেভে, কথা ছিল কত।

জোনাকির দলে জানাজানি হলে,
সে মালাবদলে ঝিকিমিকি শত-শত।
কালো আর সাদা সাতপাকে বাঁধা,
কতটা আলাদা, তবু কাছাকাছি কত।

আলো ঝলমলে পালকের মতো,
চুপিচুপি বলা, কথা ছিল কত।
মেঘে মেঘে গেল বেলা অবিরত,
কানে কানে বলা, কথা ছিল কত।

কথা ছিল, কথা ছিল কত কথা ছিল,
কথা ছিল, কথা ছিল, কথা ছিল
কত কথা ছিল।

Meghe meghe gelo bela obiroto
Holo na bola kotha chilo kato
Chokhe chokhe bona aalaper suto
Holo na janano katha chilo kato

Meghe meghe gelo bela abiroto
Holo na bola katha chilo koto
Chokhe chokhe bona alaper suto
Sey bojheni bujhi katha chilo kato

Katha chilo, katha chilo
Koto kotha chilo.

Mayabi bikele aalo pore ele
Lukochuri khele roojkar chena poth-o
Pherari meghera sona diye ghera
Eka bari fera buke niye kichu khoto

Tar khoje orey jhora pata joto
Kothay haralo kotha chilo koto
Ghumer gopone chowatir moto
Jwole arr nebhe katha chilo kato