Ghunpoka Lyrics (ঘুনপোকা) Jisan Khan Shuvo

0
209

Ghunpoka Lyrics by Jisan Khan Shuvo :
Ghunpoka Song Is Sung by Jisan Khan Shuvo Bangla Song 2020. Starring: Tapash Roy And Prothama. Music Composed by Torik And Amar Moner Gopon Ghore Ghunpoka Dhoirache Lyrics In Bengali Written by Jisan Khan Shuvo.

Song : Ghunpoka
Vocal, Tune & Lyrics : Jisan Khan Shuvo
Music : Torik
Video Director, DOP, Editor & Color : Chandan Roy Chowdhury
Label : Dhruba Music Station

Ghunpoka Song Lyrics In Bengali :
আমার মনের গোপন ঘরে
ঘুনপোকা ধইরাছে,
আমার মনের গোপন ঘরে
ঘুনপোকা ধইরাছে,
যেদিন হতে প্রানবন্দে আমায় ছাইড়া গেছে।

হে আমার মনের গোপন ঘরে
ঘুনপোকা ধইরাছে,
যেদিন হতে প্রানবন্দে আমায় ছাইড়া গেছে
কইরা স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে ?
আমার স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে ?

ওরে খুব যতনে এই পরানে পুইসা ছিলাম তারে,
ওরে খুব যতনে এই পরানে পুইসা ছিলাম তারে
আমার এমন প্রানেরও বন্ধু কার আকাশে উড়ে।
ওরে খুব যতনে এই পরানে পুইসা ছিলাম তারে
আমার এমন প্রানেরও বন্ধু কার আকাশে উরে
স্বপ্ন গুলা মিছে, কইব কার কাছে?
আমার স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে?

ওরে তুই বিহনে দিবানিশি কান্দি আজও ওরে
তুই বিহনে দিবানিশি কান্দি আজও ওরে,
বলি কি দোষে ছাইড়া গেলি বইলা গেলি না রে।
ওরে তুই বিহনে দিবানিশি কান্দি আজও ওরে
বলি কি দোষে ছাইড়া গেলি বইলা গেলিনা রে
স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে?
আমার স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে?
আমার স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে..

ঘুনপোকা লিরিক্স – জিসান খান শুভ :
Amar moner ghore ghunpoka dhoirache
Jedin hote pranobonde amay chaira geche
Koira shopnogula michey
Koibo kar kache
Ore khub jotone ei porane
puisha chilam tare
Amar emon pranero bondhu kar akashe ure
Ore tui bihone dibanishi
kandi aajo orey
Boli ki doshe chaira geli
boila geli na re