Bolchi Tomar Kane Kane Lyrics (বলছি তোমার কানে কানে) Amar Tumi Movie

0
840

Bolchi Tomar Kane Kane Lyrics from Amar Tumi :
Bolchi Tomar Kane Kane Song Is Sung by Lata Mangeshkar And Duet Version Song Is Sung by Bappi Lahiri And Rema Lahiri From Amar Tumi Bengali Movie. Starring: Prosenjit Chatterjee And Farah Naaz. Music Composed by Bappi Lahiri And Song Lyrics In Bengali Written by Pulak Banerjee.

Song Name : Bolchi Tomar Kane Kane
Movie name : Aamar Tumi
Singer : Lata Mangeshkar (Female)
Duet : Bappi Lahiri & Rema Lahiri
Music : Bappi Lahiri
Lyrics : Pulak Banerjee
Directed by : Bimal Ray
Distributed by : Angel Video
Label : Venus Regional

Bolchi Tomar Kane Kane Song Lyrics In Bengali :
বলছি তোমার কানে কানে
আমার তুমি,
বলছি আমার গানে গানে
আমার তুমি।

আজকে আমার প্রান পেয়েছে
অনেক নতুন ভাষা,
অনেক দিনের স্বপ্ন যে
অনেক দিনের আশা।
বলছি তোমার কানে কানে, আমার তুমি
বলছি আমার গানে গানে, আমার তুমি।

তোমায় পেয়ে, হয় যে মনে
আর জনমেও সাথী ছিলাম,
আমরা দু’জন, মনের সুখে
অনেক জনম ঘুরে এলাম।
চিরদিনই থাকবে একই
আমাদের এই ভালবাসা..
বলছি তোমার কানে কানে, আমার তুমি
বলছি আমার গানে গানে, আমার তুমি।

তুমি আমার, অনেক আপন
মেনে নিয়েও বলে এ মন,
হওনা তুমি, আরও কাছের
হওনা তুমি আরও আপন।
এক সাগরে মিলবো বলে
তোমার আমার স্রোতে ভাসা..
বলছি তোমার কানে কানে, আমার তুমি
বলছি আমার গানে গানে, আমার তুমি।

আজকে আমার প্রান পেয়েছে
অনেক নতুন ভাষা,
অনেক দিনের স্বপ্ন যে
অনেক দিনের আশা।
বলছি তোমার কানে কানে, আমার তুমি
বলছি আমার গানে গানে, আমার তুমি।
আমার তুমি ..

বলছি তোমার কানে কানে লিরিক্স – আমার তুমি :
Bolchi tomar kane kane amar tumi
Bolchi tomar gaane gaane amar tumi
Aajke amar praan peyeche
Onek notun bhasha
Onekdiner shopno je onek diner asha