Bishesh Karone Lyrics (বিশেষ কারণে) Tahsan | Imran

0
699

Bishesh Karone Lyrics by Tahsan :
Bishesh Karone Song Is Sung by And Music composed by Mahmudul. Bishesh Karone Ami Tomay Valobashi Bengali Song Lyrics written by Robiul Islam Jibon.

Song : Bishesh Karone
Singer :
Tune & Music :
Lyric :
Video Making : Arfin Sohel
Label : Cd Choice

Bishesh Karone Song Lyrics In Bengali :
কেউ জানে না, কেউ বোঝে না
কোন সে মায়ার টান।
কেউ জানে না, কেউ বোঝে না
এ কোন আহবান।

শুধু আমি জানি, শুধু আমি বুঝি
তাই এ স্বপ্নে ভাসি..
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি।

জুড়ে থাকো সারাক্ষন মন সীমানা
তোমার মাঝে হারাবার খুঁজি বাহানা।
শুধু আমি জানি, শুধু আমি বুঝি
তাই এ স্বপ্নে ভাসি ..
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি।

উড়ে আসে কিছু সুখ রোজ বাতাসে
তুমি নামের অনুভব চেনা আকাশে।
শুধু আমি জানি, শুধু আমি বুঝি
তাই এ স্বপ্নে ভাসি ..
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি।

Keu jane na keu bojhe na
Kon se mayar taane
Keu jane na keu bojhe na
E kon ahoban
Shushu ami jani sudhu ami bujhi
Tai e shopne vashi
Bishesh karone ami tomar kache ashi
Bisesh karone ami tomay valobashi
Bisesh karone ami tomay bhalobashi