Bhalobasi Chol Lyrics (ভালোবাসি চল) Lagnajita Chakraborty | 17th September

0
311

Bhalobasi Chol Lyrics by Lagnajita Chakraborty :
Bhalobasi Chol Song Is Sung by from Bengali Movie. Starring: And Arunima Ghosh. Music Composed by Savvy. Valobashi Chol Lyrics Written by Akash Chakrobarty. Song Mixed & Mastered: Subhadeep Mitra

Song : Bhalobasi Chol
Movie :
Singer :
Music :
Lyrics : Akash Chakraborty
Programmed & Arranged: Kuntal De
Producer : Rupa Datta
Production House : Camellia Productions Pvt Ltd
Music on : Zee Music Company

Bhalobasi Chol Song Lyrics In Bengali :
নাইবা তোর ঘরে হলো ফেরা
তবু চোখে কেন জল,
পথে চলতে দেখা হলে
কালও থমকে থামবো অবিকল।

ভিজে ঠিক যাবে চোখ
মনে হবে ফের রোজই দেখা হোক,
তবু অল্প দূরে থেকে,
ঝুটো ঝগড়া গুলো ঢেকে আমরণ..

ভালোবাসি চল, ভালোবাসি চল
ভালোবাসি চল, ভালোবাসি চল।

নাইবা হলো সাথে বেঁচে থাকা,
হাতে হাত রাখা,
তবুওতো রূপকথা বাঁচে, মনে মনে একা।

ভিজে ঠিক যাবে চোখ
মনে হবে ফের রোজই দেখা হোক,
তবু অল্প দূরে থেকে,
ঝুটো ঝগড়া গুলো ঢেকে আমরণ..

ভালোবাসি চল, ভালোবাসি চল
ভালোবাসি চল, ভালোবাসি চল।

ভাব না আমি অকারণে রেগে
দূরে বসে আছি,
চাইছি তোকে দূরে দূরে রেখে
বড়ো কাছাকাছি।

ভিজে ঠিক যাবে চোখ
মনে হবে ফের রোজই দেখা হোক,
তবু অল্প দূরে থেকে,
ঝুটো ঝগড়া গুলো ঢেকে আমরণ..

ভালোবাসি চল, ভালোবাসি চল
ভালোবাসি চল, ভালোবাসি চল।

ভালোবাসি চল লিরিক্স – লগ্নজিতা চক্রবর্তী :
Naiba tor ghore holo fera
Tobu chokhe keno chol
Pothe cholte dekha hole
Kal o thomke thambo obikol
Vije thik jabe chokh
Mone hobe pher roji dekha hok
Tobu olpo dure theke
Jhuto jhogra gulo dheke amoron
Bhalobashi chol, Bhalobasi chol