Baundule Lyrics (বাউন্ডুলে) Shaan | Arko | Oriplast Originals

0
277

Baundule Lyrics by And :
Baundule Song Is Sung by Shaan And Arko from from Songs, Bengal's Biggest Music collaboration. Music composed by And Ami Baundule Song Lyrics written by Arko Pravo Mukherjee. Music Mix & Master by Akash Seth & Nicks Kukreja.

Song Name : Baundule
Vocals : Shaan & Arko
Music & Lyrics : Arko Pravo Mukherjee
Programming & Arrangement by : Nicks Kukreja, Akash Seth
Creative Producer : Storiboat
Music Label : SVF Music

Baundule Song Lyrics In Bengali :
দূরের পথের কথা কে জানে,
বাউল মনের ব্যথা কে জানে।
আমার স্বপনে, তোমার নয়নে
যাচ্ছি শুধু ঘুরে,
সব ব্যস্ত কবি গুলো যাচ্ছে চলে
আমি বাউন্ডুলে, আমি বাউন্ডুলে
জল জ্যান্ত ছবি গুলো যাচ্ছে গলে
আমি বাউন্ডুলে, আমি বাউন্ডুলে,
বাউন্ডুলে, আমি বাউন্ডুলে।

তোমার আমার মধ্যে শুধু
এতটুকুই ব্যবধান,
আমার বাড়ি স্বর্গ মর্ত
তোমার বাড়ি তীর্থস্থান।
তোমার দুপুরে আমার শহরে
যাচ্ছি শুধু পুড়ে, পুড়ে
তোমার দুপুরে আমার শহরে
যাচ্ছি শুধু পুড়ে,
কত নৌকা ডুবি হয় অল্প জলে
আমি বাউন্ডুলে, আমি বাউন্ডুলে
কতো বিপ্লবী রা ঢোকে দস্যু দলে
আমি বাউন্ডুলে, আমি বাউন্ডুলে,
বাউন্ডুলে, আমি বাউন্ডুলে।

সোজা কথার উল্টো মানে
মিথ্যে কথার বেশি দাম,
তুমি বোদ্ধা আমি মূর্খ
সত্যিতে সব হারালাম।
ইচ্ছের পাড় থেকে হৃদয় সাগরে
যাচ্ছি ভেসে দূরে দূরে,
ইচ্ছের পাড় থেকে হৃদয় সাগরে
যাচ্ছি ভেসে দূরে
কেউ নৈতিকতার নামে রপ্ত গেলে
আমি বাউন্ডুলে, আমি বাউন্ডুলে
কারো প্রাসাদ ভাসে তারই অশ্রু জলে
আমি বাউন্ডুলে, আমি বাউন্ডুলে,
বাউন্ডুলে, আমি বাউন্ডুলে।

আমি বাউন্ডুলে লিরিক্স – শান, অর্ক :
Durer pother kotha ke jaane
Baul moner betha ke jaane
Amar shopone tomar noyone
Jacchi shudhu ghure
Sob besto kobi gulo jacche chole
Ami baundule, Ami baundule
Jol jeynto chobi gulo jacche gole