Baishnob Sei Jon Lyrics (বৈষ্ণব সেই জন) Shreya Ghoshal | Gotro

0
428

Baishnob Sei Jon Lyrics by :
Baishnob Sei Jon Song Is Sung by Shreya Ghoshal from Bengali Movie. Starring: , And Anashua Majumdar. Boishnob Sei Jon Song Lyrics written by Translated from Vaishnava Jana To. Music Arrangement by Sovon Mukherjee.

Song : Baishnob Sei Jon
Movie : Gotro
Singer : Shreya Ghoshal
Lyricist : Anindya Chattopadhyay
Mixing & Mastering : Abhijit Tenny Roy
Director : Nandita Roy &
Produced by : Windows Production

Baishnob Sei Jon Song Lyrics In Bengali :
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন-ব্যথা জানে রে।
পরেরও তরে তার শত উপকারে,
পরেরও তরে তার শত উপকারে
গরব থাকে না কোনোখানে রে,
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদনব্যথা জানে রে।

সকল লোকেরও বন্দনায় রত
নিন্দা'কথা না জানে রে।
বিশ্বাসে অবিচল, সদভাবনায় মন
জননী ধন্য ধনমানে রে,
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন-ব্যথা জানে রে।

সমদৃষ্টিধারী ধরণীর নাড়ী
যেই রূপে দেখে তার জননী রে।
মিথ্যাবচন ভুলে, না দেখে চোখ তুলে
অন্যের সম্পদ পানে রে।
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন-ব্যথা জানে রে।

এ জীবন লোভ আর শঠতা রোহিত
কাম-ক্রোধ নিবারণ রে।
কোথা সে মানুষ যার দর্শন পরে
মোক্ষ মিলবে লক্ষ্য প্রাণে রে।
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন ব্যথা জানে রে।
পরেরও তরে তার শত উপকারে,
পরেরও তরে তার শত উপকারে
গরব থাকে না কোনোখানে রে,
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদনব্যথা জানে রে।

বৈষ্ণব সেই জন লিরিক্স – শ্রেয়া ঘোষাল :
Boishnob sei jon pashe thake ajibon
Porero bedon betha jaane re
Porero torey taar shoto upokare
Gorob thake na konokhane re
Sokol lokero bondonay roto
Ninda kotha na jane re
Bishwashe obichol sodvabnay mon
Jononi dhonno dhonmane re