Abdar Lyrics (আবদার) Imran Mahmudul | Porshi

0
308

Abdar Lyrics by And Porshi :
Abdar Song Is Sung by And Bangla Song. Music composed by And Bengali Song Lyrics written by Robiul Islam Jibon. Video Song Directed by Chandan Roy Chowdhury.

Song : Abdar
Singer : Mahmudul & Sabrina
Lyrics :
Tune & Music :
Dop & Director : Chandan Roy Chowdhury
Podt Production : Black Cat Studio
Label : Cd Choice

Abdar Song Lyrics In Bengali :
তুই ছাড়া কেউ বোঝেনা
এই মনের আবদার,
তাইতো ছুটে আসি রোজ
আমি বারবার।
তোর চোখের ইশারাতে
চাই হারাতে আবার..

তুই ছাড়া কেউ বোঝেনা
এই মনের আবদার,
তাইতো ছুটে আসি রোজ
আমি বারবার।

স্বপ্ন হয়ে ছুঁয়ে আছিস চোখেরই তারায়,
মনটা পড়ে থাকে শুধু তোরই পাড়ায়।
তোর প্রেমে ডুবে ডুবে আমি একাকার,
যদি চাস দিতে পারি সবকিছু ছাড়।

তোর সাথে আজ হারাতে
নেই কোনো বাধা আর,
তাইতো ছুটে আসি রোজ
আমি বারবার।
তোর চোখের ইশারাতে চাই
হারাতে আবার..
তুই ছাড়া কেউ বোঝেনা
এই মনের আবদার,
তাইতো ছুটে আসি রোজ
আমি বারবার।

গল্প লিখি তোকে নিয়ে হৃদয়ে যখন,
বড় সুখী লাগে আমার নিজেকে তখন।
তুই ছাড়া পথ নেই তো পা বাড়াবার
তুই যে আলো আশা বেঁচে থাকবার।

এ আমার সবকিছুর শুধু তুই দাবিদার
তাইতো ছুটে আসি রোজ আমি বারবার,
তোর চোখের ইশারাতে চাই হারাতে আবার।

তুই ছাড়া কেউ বোঝেনা এই মনের আবদার
তাইতো ছুটে আসি রোজ আমি বারবার।

Tui chara keu bojhena
Ei moner abdar
Taito chute ashi roj
Ami barbar
Tor chokher isharate
Chai harate abar
Shopno hoye chunye achis Chokheri taray
Monta pore thake shudhu Tori paray
Tor preme dubey dubey Ami ekakar
Jodi chas ditey pari Sobkichu char
Tor sathe aaj harate Nei kono badha aar
Taitoh chhute asi roj Aami barbar