Aalto Chhuye Lyrics (আলতো ছুঁয়ে) – Girlfriend – Bonny, Koushani

0
275

Aalto Chhuye Lyrics from Bengali Movie: The song is sung by Yasser Desai and Aakanksha Sharma Starring: , . Music composed by Gannguli And written by Raja Chanda.

Film: Girlfriend
Singer: Yasser Desai and Aakanksha Sharma
Music:
Lyrics: Raja Chanda
Produced by: Surinder Films Pvt. Ltd.

Aalto Chhuye Lyrics In Bangla :
আলতো ছুঁয়ে বলতে গেছি তোকে, হা, হা
কিন্তু কথা আটকে গেলো মুখে, আচ্ছা

কোন দিকে যে যাই,
ভাল্লেগা না ছাই
এলোমেলো মনগড়া মুলুকে।

কোন দেশের বীরপুরুষ এলো
রাজকন্যা যেই না খুঁজে পেলো
থমকে গেল মুখ, দুরুদুরু বুক
চললো সে তো মনগড়া মুলুকে।

তারারাও যায় মিশে
খোলা ছাদে কার্নিশে
আকাশের সীমানা ছাড়িয়ে।
আধো চাঁদ রূপসী,
আনমনা উর্বশী
চোখে চোখে কথা গেছে হারিয়ে।

ঝোড়ো হাওয়া, উড়ে যাওয়া,
হঠাৎ তোমায়,
কাছে পাওয়ার জন্যে এই অরণ্যে
হারাতে যে চাই।

আলতো ছুঁয়ে বলতে গেছি তোকে,
কিন্তু কথা আটকে গেলো মুখে
কোন দিকে যে যাই,
ভাল্লেগা না ছাই
এলোমেলো মনগড়া মুলুকে।

না না এতো গল্প না
দুষ্টু মিষ্টি কল্পনা
ইশারাতে ডেকেছি যখনই ‌।

জোনাকিরা কান পেতে
অন্ধকারে দল বেঁধে
আলোতে মাখামাখি তখনই।

উড়ো হাওয়া.. তোকে পাওয়া
হঠাৎই তোর,
কাছে যাওয়ার জন্যে এই অরণ্যে
হারাতে যে চাই ।

কোন দেশের বীরপুরুষ এলো
রাজকন্যা যেই না খুঁজে পেলো
থমকে গেলো মুখ, দুরুদুরু বুক
চললো সে তো মনগড়া মুলুকে।

Aalto Chhuye Lyrics :
Aalto chuye bolte gechi toke
Kintu kotha aatke gelo mukhe
Kondike je jai, valolaage na chaai
Elomelo mon gora muluke

Kon desher birpurush elo
Rajkonna jei na khuje pelo
Thomke gelo mukh, duru duru buk
Chollo se to mon gora muluke

Tarara-o jaay mishe
Khola chaad-e karnishe
Akasher simana chariye
Aadho chand ruposhi
Aanmona urboshi
Chokhe chokhe kotha geche hariye

Jhoro hawa, ure jaowa
Hotath tomay,
Kache paowar jonney ei oronney
Harate je chai

Na na e to golpo na
Dustu misti kolpona
Isharate daakchi jokhoni

Jonaki-ra kaan pete
Andhokare daal bedhe
Aalote makha-makhi tokhoni