Aye Chole Aye Lyrics (আয় চলে আয়) Rishi Panda | Durga Puja Song

0
12


দোলা লেগেছে কাশে

সাদা মেঘ নীল আকাশে,

শরতের রং, মন কেমন

সাজলো ধরা নতুন সাজে। 

মগ্ন এ ত্রিভুবনে

মায়ের আগমনে,

মাতলো মন ওই রে শোন

রাঙ্গা পায়ে নুপুর বাজে। 

নতুন সাজে আসবে তুমি 

মাথায় স্নেহের হাত,

বছর ভরা আবদারে মা’ ঝরাও আশীর্বাদ

আলোর আভায় সরাও এ আঁধার ..

আয় চলে আয়, আবার ধরায়

পদধ্বনি শোনা যায়,

নতুন সাজে, সাজবে ভূবন

মায়ের আরাধনায়। 

আয় চলে আয়, প্রাণের ভাষায়

সুরের জোয়ার নিয়ে আয়,

শিশির ধোয়া, খুশীর ভোরে

মিলবো মিলন মেলায়।। 

এলো আবার পুজো, আলোর রোশনাই

পড়ল ঢাকে কাঠি, ধুনুচি, সানাই

মা আসবেন ঘরে, দুঃখ তো আর নাই

আগমনীর ভোরে, আনন্দ এ পাড়ায়। 

সবুজ ঘাসের আঁচলে

রাতের শিউলি ফুলে,

শরতের রং, মন কেমন

ঘরে ফেরার অবকাশে। 

আজ সবাই মিলেমিশে

প্যান্ডেলের মজলিশে,

রাত আর ভোর, আজ আসর

খুশির ছোঁয়া এ বাতাসে। 

নতুন সাজে এলে তুমি 

মাথায় স্নেহের হাত,

বছর ভরা আবদারে মা’ ঝরাও আশীর্বাদ

সরিয়ে আঁধার দিচ্ছি আবার ডাক ..

আয় চলে আয়, আবার ধরায়

পদধ্বনি শোনা যায়,

নতুন সাজে, সাজবে ভূবন

মায়ের আরাধনায়। 

আয় চলে আয়, প্রাণের ভাষায়

সুরের জোয়ার নিয়ে আয়,

শিশির ধোয়া, খুশীর ভোরে

মিলবো মিলন মেলায়।।

আয় চলে আয় লিরিক্স – ঋষি পন্ডা :

Dola legeche kashe

Sada megh neel akashe

Shoroter rong mon kemon

Sajlo dhora notun saaje

Mogno e tribhubone

Maa er agomone

Matlo mon oi re shon

Ranga paaye nupur baaje

Notun saaje ashbe tumi

Mathay sneher haat

Bochor bhora abdare maa jhorao ashirbaad

Aalor abhay sorao e andhar

Aay chole aay abar dhoray

Padadhwani shona jaay

Notun saaje sajbe bhubon

Maa er aradhonay

Aye chole aye praaner bhashay

Surer jowar niye aay

Shishir dhowa khushir bhore

Milbo milon melay