Jage Aalo Jage Pran Lyrics (জাগে আলো জাগে প্রাণ) Aditi Munshi | Indarnil Dutta

0
28



Jage Aalo Jage Pran Lyrics by Aditi Munshi And Indarnil Dutta :

Jage Aalo Jage Pran Durga Agomoni Song Is Sung by Aditi Munshi And Indarnil Dutta. Music Composed by Devjit Roy And Song Lyrics In Bengali Written by Avishek Chattopadhyay.

Song : Jage Aalo Jage Pran

Vocal : Aditi Munsi & Indranil Datta

Music Director : Devjit Roy

Lyrics : Avishek Chattopadhyay

Studio : S.V Creative

Music video By : Filmably Creation House 

Directed By :  Sayak & Chandan 

Cinematographer : Rajsekhar Choudhury

Editor & Colourist : Sayak Mukherjee.

Jage Aalo Jage Pran Song Lyrics In Bengali :

জাগে আলো জাগে প্রাণ

অন্ধকার অবসান

জাগে নব দিনের বাণী,

জাগে মাটি জাগে ঢেউ

জাগিয়ে আসছে কেউ

কে যেন গাইছে আগমনী।

অমল আলোর স্বরলিপি আজ

মেঘে মেঘে কে বাজায় গো,

চলে যেতে যেতে শ্রাবণের গান

শরৎ শিশিরে হারায় গো,

অমল আলোর স্বরলিপি আজ

মেঘে মেঘে কে বাজায় গো।

শোকে বিহ্বলা বিরহী তটিনী

শান্ত হয়েছে শুনে আগমনী,

শোকে বিহ্বলা বিরহী তটিনী

শান্ত হয়েছে শুনে আগমনী,

দূর্বাদলে কে বাজিয়ে নূপুর

দূর্বাদলে কে বাজিয়ে নূপুর

শরতকমল ফোটায় গো। 

অমল আলোর স্বরলিপি আজ

মেঘে মেঘে কে বাজায় গো।

জাগে আলো জাগে প্রাণ

অন্ধকার অবসান

জাগে নব দিনের বাণী,

জাগে মাটি জাগে ঢেউ

জাগিয়ে আসছে কেউ

কে যেন গাইছে আগমনী।

 

শিউলির সাজে সেজেছে ধরণী

কাশের দোলায় এলো ত্রিনয়নী,

শিউলির সাজে সেজেছে ধরণী

কাশের দোলায় এলো ত্রিনয়নী,

দুঃখ মুছিয়ে আনন্দময়ী

দুঃখ মুছিয়ে আনন্দময়ী

হাসিতে ভুবন ভোলায় গো।

অমল আলোর স্বরলিপি আজ

মেঘে মেঘে কে বাজায় গো,

চলে যেতে যেতে শ্রাবণের গান

শরৎ শিশিরে হারায় গো,

অমল আলোর স্বরলিপি আজ

মেঘে মেঘে কে বাজায় গো।

জাগে আলো জাগে প্রাণ

Read Also:  Besto Shohor Lyrics (ব্যস্ত শহর) Bappa Mazumder

অন্ধকার অবসান

জাগে নব দিনের বাণী,

জাগে মাটি জাগে ঢেউ

জাগিয়ে আসছে কেউ

কে যেন গাইছে আগমনী

কে যেন গাইছে আগমনী।

মা.. মা.. মা গো। 

জাগে আলো জাগে প্রাণ লিরিক্স – দুর্গাপূজার গান :

Jage aalo jage praan

Ondhokar oboshan

Jaage nobo diner baani

Jage mati jage dheu

Jagiye ashche keu

Ke jeno gaiche agomoni

Amal aalor swaralipi aaj

Meghe meghe ke bajay go

Chole jete jete shraboner gaan

Shorot shishire haray go

Aditi Munshi,
,