তুমি পারো রঙিন এক দৃশ্যতে
রঙ মাখা তুলি ছুঁয়ে হাসি ফোটাতে,
তুমি পারো রঙধনুর রঙ ছুঁয়ে
এঁকে শত ছবি এক হাতে এক সাথে,
তুমি পারো সে কবিতার ছন্দতে
কিছু কথা দিয়ে মানুষের মন ছুঁতে,
তুমি পারো সুরে গলা মিলাতে
তুমি আরো পারো সাথে, রোদের ..
সেই আলো ভেবে ভালো
ভাবো সেই দিন, যাবে ঋন,
শোধের পর একসময় হবে
প্রিয়জনের প্রয়োজনে,
এই কিছু সময় যাবে কষ্টে
তবে বিশ্বাস স্রষ্টা বসে ওপাড়ে।
আমি জানি, তুমিও পারো
তার হাসিটা ফোটাতে,
তুমিও পারো, তাকে রঙধনু দেখাতে
তুমিও পারো, তার হাসিটা ফোটাতে,
তুমিও পারো ..
তার রঙে এক রঙিন রঙধনু এঁকে
ও .. হু….
তুমি হেসে দেখো সেই মেঘের দল
চুল উড়াবে বাতাসের বেগ প্রবল,
তুমি পারো খুঁজে নিতে সেই বিষয়
তোমার হাসিতে হাসিবে সে সবসময়,
কালো কাজলের চোখখানা আঁকতে
তুমি পারো সে রঙ তুলির দৃশ্যতে,
তুমি পারো, সুরে গলা মিলাতে
তুমি আরো পারো সাথে, রোদের..
সেই আলো ভেবে ভালো
ভাবো সেই দিন, যাবে ঋন,
শোধের পর একসময় হবে
প্রিয়জনের প্রয়োজনে,
এই কিছু সময় যাবে কষ্টে
তবে বিশ্বাস স্রষ্টা বসে ওপাড়ে।
আমি জানি, তুমিও পারো
তার হাসিটা ফোটাতে,
তুমিও পারো, তাকে রঙধনু দেখাতে
তুমিও পারো, তার হাসিটা ফোটাতে,
তুমিও পারো ..
তার রঙে এক রঙিন রঙধনু এঁকে
ও .. হু….
সব শেষে হেসে পাখি দেখা
মনে হবে নীলের রঙে সবই আঁকা,
হাসো তুমি দেখো তার ছায়া খুঁজে
রোদে.. রোদে আবার
হেসে দেখো স্মৃতি হয়ে রবে
রঙে রঙিন স্বপ্ন খুঁজে পাবে,
হাসো তুমি দেখো তার ছায়া খুঁজে
রোদে, রোদে, রোদের..
আমি জানি, তুমিও পারো
তার হাসিটা ফোটাতে,
তুমিও পারো।
তুমিও পারো লিরিক্স – অড সিগনেচার :
Tumi paro rangeen ek drishote
Rong makha tuli chuye hasi fotate
Tumi paro rongdhanur rong chuye
Enke shoto chobi ek haate ek sathe
Tumi paro se kobitar chondote
Kichu kotha diye manusher mon chute
Tumi paro sure gola melate
Tumi aaro paro sathe roder
Sei aalo vebe valo
Vabo sei din jabe reen
Shodher por eksomoy hobe
Priyojoner proyojone
Ei kichu somoy jabe koste
Tobe bishwas srosta bose opare
Ami jani tumio paro
Tar hasita fotate
Tumio paro taake rongdhonu dekhate
Tumio paro taar hasita fotate
Tumio paro
tar ronge ek rangeen rongdhonu enke
Tumi hese dekho sei megher dol
Chul urabe bataser beg probol
Tumi paro khuje nite sei bishoy
Tomar hasite hasibe se sobsomoy
Kalo kajoler chokhkhana ankte
Tumi paro se ronge tulir drishote
Tumi paro sure gola milate
Tumi aaro paro sathe roder
Sob seshe hese pakhi dekha
Mone hobe niler ronge sobi anka
haso tumi dekho tar chaya khuje
Rode, Rode abar