সংলাপ :
একদিন একটা কাল্পনিক বাস
আমাকে নিয়ে যাবে তোমার শহরে,
কুয়াশামদ্রিত ফুটপাত ধরে
হেঁটে যেতে যেতে মনে হবে,
এ যেনো শহর নয়, স্মৃতির হীমঘর।
ধুলোরা নিয়েছে ছুটি সেই কবে
পান্ডুলিপি জুড়ে তাই স্মৃতিদের কোলাহল,
শহর শুনশান বাতাসে তোমার ঘ্রাণ।
গান :
তুমিহীন তোমার শহরে
আচমকা উপস্থিত আমি,
বাতাসে তোমার ঘ্রাণ
জানিনা কি খোঁজে, আমার এ প্রাণ।
তোমার খোঁজে ঘুরে ফিরে,
ঘুরে ফিরে নিঃশেষ হয়ে আমি,
অবশেষে ফিরে যাচ্ছি
একলা অন্ধকার রাতে,
তুমিহীন তোমার এ শহর
তুমিহীন তোমার শহর ..
তুমিহীন তোমার এ শহর
তুমিহীন তোমার শহর ..
তুমি ফিরছো একেলা অনাদি প্রত্যুষে
আমিহীন তোমার শহরে,
তোমার শহর ..
ক্রসিং এর মধ্য দিয়ে
এভাবেই জন্ম নেয়,
তুমিহীন আমি আর আমিহীন তুমি
ভারসাম্যহীন পৃথিবী,
আমিহীন তুমি আর তুমিহীন আমি
ভুল জন্মে ভরা পৃথিবী।
তাই পুনর্জন্মে আমি চাই
তুমি হয়ে জন্মাতে,
আর চাই তুমি জন্মাও
এই আমি হয়ে।
তাই পুনর্জন্মে আমি চাই
তুমি হয়ে জন্মাতে,
আর চাই তুমি জন্মাও
এই আমি হয়ে। ও ও..
সংলাপ :
এরপর চলে গেলে সহস্র বছর
অজস্র সূর্যাস্তের পর,
সেদিন হয়তো পৃথিবীও নেবে কোমল বৈরাগ্য।
আমি চাই তখন এই পরিত্যক্ত প্রায় শহরে
তুমিও একদিন আচমকা ঢুকে পড়ো আমি হয়ে।
বাতাসে খুঁজে নাও আমার ঘ্রাণ,
একাকি বিষণ্ণ হও,
বুকের ঠিক কোন এক পাশে
আমাকে ভেবে পুষে রাখো,
কিছুটা অসুখ, কিছুটা অসুখ।
Tumihin Tomar Shohor Song Lyrics In English :
Tumihin tomar shohore
Achomka uposthit ami
batase tomar ghran
Janina ki khoje amar e praan
Tomar khoje ghure phire
Ghure phire nishesh hoye aami
Oboseshe phire jacchi
Ekla ondhokar raate
Tumiheen tomar e shohor
Tumihin tomar sohor
Tumi fircho ekla onadi pratyush e
Ami heen tomar shohor
Crossing er moddho diye
Evabei jonmo ney
Tumiheen ami aar amiheen tumi
Bharshammyo heen prithibi
Amiheen tumi aar tumiheen ami
Bhule jonme bhora prithibi
Tai punorjonme ami chai
Tumi hoye jonmate
Aar chai tumi jonmao
Ei ami hoye
Presenting ‘Tumihin Tomar Shohor’ Is The Fifth Song Of Shohortoli Band Third Album Ekhon Ekhane. Lyrics Penned by Ashikur Rahman. This Video Song Directed by Bakhtiar Hossain. Assistant Director Regan. DOP Assistant Yeakin. Sound Studio is DockYard.
‘শহরতলী ব্যান্ড’ এর এখন এখানে অ্যালবাম এর গান “তুমিহীন তোমার শহর” গানটির লিরিক্স লিখেছেন আশিকুর রহমান।