Tumi Shudhu Amar Lyrics (তুমি শুধু আমার) Imran | Puja

0
273

Tumi Shudhu Amar Lyrics by Imran And Puja :
Tumi Shudhu Amar Song Is Sung by Imran Mahmudul And Puja. Starring: Imran, Neel Hurerzahan, Tawsif Mahbub And Badhon Sarker Puja. Music Composed by Sajid Sarker And Tomake Na Dekhe Thaka Jabe Na Lyrics In Bengali Written by Kabir Bakul

Song : Tumi Shudhu Amar
Singer : Imran Mahmudul & Badhon Sarker Puja
Tune & Music : Sajid Sarker
Lyrics : Kabir Bakul
Story & Direction : Vicky Zahed
Edit & Color: Saif Russel
Producer : SK Shahed Ali Pappu
Label : Central Music and Video [CMV]

Tumi Shudhu Amar Song Lyrics In Bengali :
তোমাকে না দেখে থাকা যাবে না
জানি তোমাকে ছাড়া কিছু মন ভাবে না।
যেভাবে দূর আকাশে মেঘেরা ভাসে
পাগল এ রং ছড়িয়ে ফুলেরা হাসে।

তুমি মিশে একাকার
হৃদয়ের গভীরে আমার,
আমি বলি বারেবার
তুমি শুধু আমার, একজীবনে।

রাত জাগা চাঁদ দু’হাতে, ঢেলেছে জোছনা
একমুঠো নীল তারাতে কবিতা রচনা।
এ যেন এক সুখেরই শুভ সূচনা
প্রেমেরই গেয়ে যাই এসো দু’জন।

তুমি মিশে একাকার
হৃদয়ের গভীরে আমার,
আমি বলি বারেবার
তুমি শুধু আমার, একজীবনে।

যায় চলে যায় সময়ের ঘড়িটা গড়িয়ে
মন আবেগে তোমাকে নিয়েছে জড়িয়ে।
পৃথিবী আজ হেসেছে আলো ছড়িয়ে
দুজনে আজ মিলেছে বাধা সরিয়ে।

তুমি মিশে একাকার
হৃদয়ের গভীরে আমার,
আমি বলি বারেবার
তুমি শুধু আমার, এক জীবনে।

তুমি শুধু আমার লিরিক্স – ইমরান, পূজা :
Tomake na dekhe thaka jabe na
Jani tomake chara kichu mon vabe na
Jevabe dur akashe meghera bhase
Pagol e rong choriye phulera hase
Tumi mishe ekakar
hridoyer gobhire amar
Ami boli barebar
TUmi sudhu amar ekjibone