Tumi Jagannath Lyrics Ratha Yatra special bengali song is sung by Priyanka Manna. Chariot festival bengali devotional Song composed by and Programming by Rishi Kumar Chatterjee and song written by Priyanka Manna. Mixing and mastering by Soumen Paul and Recorded in Gaanbajna Muzik garage.
Tumi Jagannath Song Details :
Song : Tumi Jagannath
Type : Devotional Song
Singer : Priyanka Manna
Composer : Rishi Kumar Chatterjee
Lyricist : Priyanka Manna
Khol and Harmonium : Rishi Kumar Chatterjee
Videography : Filmably Creation House
Digital Partner : Bengal web solution
Label : RKC PRODUCTION’S
Tumi Jagannath Lyrics Bengali Ratha Yatra Song :
স্মরণে তোমায় আমি রাখি দিনরাত
জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ।
স্মরণে তোমায় আমি রাখি দিনরাত
জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ।
করুণাসিন্ধু তুমি ওগো দয়াময়
করুণাসিন্ধু তুমি ওগো দয়াময়,
তোমার কৃপা যেন সদা মনে রয়।
স্মরণে তোমায় আমি রাখি দিনরাত
জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ।
নীলাচলে ব্রজবাসী বংশীধারী
তুমি প্রভু জগন্নাথ, তুমি শ্রী হরি,
নীলাচলে ব্রজবাসী বংশীধারী
তুমি প্রভু জগন্নাথ, তুমি শ্রী হরি,
তোমার আশীষে প্রভু হয় যে প্রভাত
জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ।
স্মরণে তোমায় আমি রাখি দিনরাত
জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ।
ত্রিভুবনে প্রভু তুমি পুরাও মনস্কাম
সাথে চলে সুভদ্রা আর চলে বলরাম,
ত্রিভুবনে প্রভু তুমি পুরাও মনস্কাম
সাথে চলে সুভদ্রা আর চলে বলরাম,
আঁধার ঘুচিয়ে করো আলোকপ্রপাত
জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ।
স্মরণে তোমায় আমি রাখি দিনরাত,
জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ।
করুণাসিন্ধু তুমি ওগো দয়াময়
করুণাসিন্ধু তুমি ওগো দয়াময়,
তোমার কৃপা যেন সদা মনে রয়।
স্মরণে তোমায় আমি রাখি দিনরাত
জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ
জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ।
“Tumi Jagannath” Video
Tumi Jagannath Lyrics In English :
Smorone tomay ami rakhi dinraat
Jogotero nath prabhu tumi jagannath
Korunasindhu tumi ogo doyamoy
Tomar kripa jeno soda mone roy
Nilachole brojobasi bongshidhari
Tumi probhu jagannath tumi shri hori
Tomar ashishe probhu hoy je probhat
Jogotero nath probhu tumi jagannath
Tribhubone probhu tumi purao monoskam
Sathe chole subhadra aar chole balaram
Andhar ghuchiye koro alokpropat
Jagatero nath probhu tumi jagannath
প্রভু তুমি জগন্নাথ গানের লিরিক্স লিখেছেন এবং গানটি গেয়েছেন প্রিয়াঙ্কা মান্না। জগতেরও নাথ প্রভু তুমি জগন্নাথ গানের সুর দিয়েছেন ঋষি কুমার চ্যাটার্জী।