Tumi Chaile Lyrics (তুমি চাইলে) Arifur Rahman Jony

0
28


Tumi Chaile Lyrics bengali song is sung by Arifur Rahman Jony. Shudhu shudhui valobeshechi song arranged by Piran Khan. Video song edited by Avoid Mahadi. Tumi chaile thiki parte lyrics in bengali written by Arifur Rahman Jony.

Tumi Chaile Song Information :

Song Name : Tumi Chaile
Singer : Arifur Rahman Jony
Music Arrangement : Piran Khan
Composer and Lyricist : Arifur Rahman Jony
Video by : Avoid Mahadi

Tumi Chaile Song Video :



Tumi Chaile Lyrics In Bengali :

তুমি চাইলে ঠিকই পারতে
ছায়া হয়ে পাশে থাকতে,
তুমি পাগল এই আমিটাকে
বুকে জড়িয়ে রাখতে।

তুমি চাইলে ঠিকই পারতে
ভালবাসাটুকু বাঁচিয়ে রাখতে,
শত রঙে সাজিয়ে তাকে
আমায় নিয়ে বাঁচতে।

কি ভুল ছিল আমার?
কেড়ে নিয়েছো সব অধিকার?

শুধু শুধুই ভালবেসেছি
বৃথায় স্বপ্ন বুনেছি,
নিজের সাথেই লড়ে আমি
নিজের কাছে হেরেছি। [২]

তুমি চাইলে ঠিকই পারতে
গড়তে সেই ছোট্ট সংসার,
যার স্বপ্ন দেখিয়ে তুমি
সাজিয়েছিলে পৃথিবী আমার।
তুমি চাইলে ঠিকই পারতে
জানালার পর্দা সরিয়ে,
প্রভাতের ঐ মিষ্টি আলোয়
আমার ঘুম ভাঙাতে।

কি ভুল ছিলো আমার?
কেড়ে নিয়েছো সব অধিকার?

শুধু শুধুই ভালবেসেছি
বৃথায় স্বপ্ন বুনেছি,
নিজের সাথেই লড়ে আমি
নিজের কাছে হেরেছি। [২]

মুঠোফোনে বলা হাজার গল্পের ভীড়ে
যে রাতগুলো হারিয়ে যেত,
তুমি চাইলেই চোখে চোখ রেখে
সেই রাতগুলো পেরিয়ে যেত।
কখনো জানালার পাশে
কখনো বা খোলা আকাশের নিচে,
বসে একসাথে, হাতে হাত রেখে
ঐ সন্ধ্যাতারা গুলো, গোনা হত।

তুমি চাইলে সবই হত ..ও ও..

দেখো আজও দুচোখে আমার
তোমার দেয়া শেষ উপহার।

শুধু শুধুই ভালবেসেছি
বৃথায় স্বপ্ন বুনেছি,
নিজের সাথেই লড়ে আমি
নিজের কাছে হেরেছি। [২]

Tumi Chaile Lyrics In English :

Tumi chaile thiki parte
Chaya hoye pashe thakte
Tumi pagol ei amitake
Buke joriye rakhte
Tumi chaile thiki parte
Valobashatuku banchiye rakhte
Shoto ronge sajiye taake
Amay niye banchte

Ki bhul chilo amar
Kere niyecho sob adhikar
Shudhu shudhui bhalobeshechi
Brithay shopno bunechi
Nijer sathei lore aami
Nijer kache herechi

Tumi chaile thiki parte
Gorte sei chotto songsar
Jar shopno dekhiye tumi
Sajiyechile prithibi amar
Tumi chaile thiki parte
Janalar porda soriye
Probhater oi mishti aaloy
Amar ghum vangate

Muthophone-e bola hajar golper bhire
Je raat gulo hariye jeto
Tumi chailei chokhe chokh rekhe
Sei raatgulo periye jeto
Kokhono janalar pashe
Kokhono ba khola akasher niche
Bose eksathe haate haat rekhe
Oi sondhyatara gulo gona hoto

Tumi chaile sobi hoto
Dekho aajo duchokh amar
Tomar deya shesh upohar

তুমি চাইলে ঠিকই পারতে গানের লিরিক্স লিখেছেন আরিফুর রহমান জনি।

FAQs for Tumi Chaile

Who is the singer of Tumi Chaile?

Tumi Chaile song is sung by Arifur Rahman Jony.

Who is the lyricist of Tumi Chaile?

Arifur Rahman Jony has written the song “Tumi Chaile”.