বন্ধুরে তোর জন্য পরাণ খুইলা দিসি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি।
তোর মুখটা আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি গো
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি,
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি।।
তোর কাজল কালো চোখ দেইখা
গলায় উঠলো ঢোক,
তোরে আসমানের চাঁদ পাইয়া দিমু
একলা করিস ভোগ,
আমার একতারা নাই
তবু তোরে শোনায় যেমন গান
তুই কান পাতিয়া রাখিস লগে হা হা
এক খিলি পান।
একটুখানি না দেখিলে লাগে হাঁসফাঁস
তুই আমার আশীর্বাদ, তুই সর্বনাশ,
তোর মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি,
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি।।
তোর অন্তরেতে একটু জায়গা
দিলেই আমি খুশি,
তোরে মাথায় তুইলা নিত্য করুম
লাগলে বারোমাসই,
তোরে তাজমহল না দিলেও কিন্তু
দিতে পারুম হাসি,
আর রাজি না হইলে আনুম
হ্যামিলনের বাঁশি।
পরাণ ছাড়া কেমনে আমি করি বসবাস
তোর জন্য সারাক্ষণ মন যে উদাস,
পরাণ ছাড়া কেমনে আমি করি বসবাস
তোর জন্য সারাক্ষণ মন যে উদাস,
মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি।
তুই আসমান জমিন খুঁইজা দেখিস
ভালো কইরা খবরটা নিস,
আমি আইনা দিমু একটা সুখেরই আবাস।
জীবনটারে দিলে যদি বাঁচতো জীবন
তবে দিতাম জীবন,
তোর জীবনে বাঁচতাম দুইজন।
জীবনটারে দিলে যদি বাঁচতো জীবন
তবে দিতাম জীবন,
তোর জীবনে বাঁচতাম দুইজন।
তোর মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি গো
তুই যে আমার মনেরি সুখ, সারা দিবানিশি,
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি।।
তুই জীবনের চেয়েও বেশি লিরিক্স – বাউল সুকুমার ও সেমজ ভাই :
Bondhure tor jonno poran khuilya disi
Tui jiboner jibon taar cheye o beshi
Tor mukhta amar sob haasi sob khushi
Tui je amar moneri sukh sara dibanishi go
Tui jiboner jibon taar cheyeo beshi