Tui Bolbo Na Tumi Lyrics from Kishmish :
Kishmish Bengali Movie Cast : Dev, Rukmini Maitra, Kharaj Mukherjee, Anjana Basu, Kamaleshwar Mukherjee, June Maliah And Others.
Song : Tui Bolbo Na Tumi
Film : Kishmish
Singers : Subhadeep Pan & Nikhita Gandhi
Composed & Lyrics : Nilayan Chatterjee
Music Arrangement and Production : Soumyadeep Subhadeep
Mixed And Mastered by : Subhadeep Mitra
Director : Rahool Mukherjee
DOP : Modhura Palit
Produced By : Dev Entertainment Ventures Pvt. Ltd
Label : Saregama Bengali
Tui Bolbo Na Tumi Song Lyrics In Bengali :
আমি নিজের জগতে
মজায় ছিলাম বেশ,
তুমি ঘুম থেকে আমায়
তুলে দিলে,
কত রং চারিদিকে
ভাবতাম জানালায় বসে,
তুমি আমায় দরজা খুলে দিলে।
তোমায় তুই বলব না তুমি
আমি বুঝে পাইনা,
কতো বলবো ভাবি কিছু
শব্দ খুঁজে পাইনা।।
আমার সারাদিনে তুই মিশে
কানে কানে ছড়াচ্ছে নিমেষে,
বাষ্প গুলো দিল প্রেম ঢেকে
জানলা কাঁচে জল ছবি এঁকে,
তুই আনকোরা এক হওয়া
বন্ধ ঘরে পাওয়া,
এত ভেবে টেবে নেই লাভ কোনো
যা হচ্ছে ভালো লাগছে,
হতে দে, হতে দে ..
উঁকি মেরে মগজে
দেখো দুষ্টু খেয়াল যতো,
সবেতে আছো তুমি জুড়ে,
তুমি ছুঁলে আমাকে
আর খেলাম থতমত,
প্রেম পেয়েছে আবার ভরদুপুরে।
তোমায় তুই বলবো না তুমি
আমি বুঝে পাইনা,
কতো বলবো ভাবি কিছু
শব্দ খুঁজে পাইনা।।
তুই বলব না তুমি লিরিক্স – কিশমিশ :
Ami nijer jogote
Mojay chilam besh
Tumi ghum theke
Amay tule dile
Koto rong charidike
Bhabtam janlay boshe
Tumi amay dorja Khule dile
Tomay Tui bolbo na tumi
Ami bujhe paina
Koto bolbo bhabi kichu
Shobdo khuje paina
Amaar Sharadine tui mishe
kane kane choracche nimeshe
Bashpo gulo dilo prem dheke
Janla kanche jolchobi enke
Tui ankora ek hawa
Bondho ghore pawa
Eto vebe tebe nei laabh kono
Ja hocche bhalo laagche
Hotey dey hotey dey
দেব ও রুক্মিণী মৈত্র অভিনীত কিশমিশ বাংলা সিনেমার গান তুই বলব না তুমি গানটি গেয়েছেন শুভদীপ পান ও নিকিতা গান্ধী। গানটির সুর দিয়েছেন এবং লিরিক্স লিখেছেন নীলায়ন চ্যাটার্জী।
Dev,
Nikhita Gandhi,
Rukmini Maitra