Tor Premer Brishtite Lyrics | তোর প্রেমের বৃষ্টিতে | Snigdhajit

0
19


Tor Premer Brishtite Lyrics Snigdhajit Bhowmik

Tor Premer Brishtite Lyrics bengali song is sung by Snigdhajit Bhowmik. Rainy day special bengali romantic song written by Somraj Das. Starring Sumit Chowdhury and Joyeeta Banerjee. Music composed by Snigdhajit Bhowmik. Mixing and Mastering by Suraj Nag and music arranged by Shubhradeep Bakshi.

Tor Premer Brishtite Song Details :

Song : Tor Premer Brishtite
Singer : Snigdhajit Bhowmik
Lyricist : Somraj Das
Composition : Snigdhajit Bhowmik
Music Arrangements : Shubhradeep Bakshi
Mix and Master : Suraj Nag
Cinematography : Dip Ghosh, Shivam
Karmakar and Abir Dutta

“Tor Premer Brishtite” Video



Tor Premer Brishtite Lyrics In Bengali :

বেখেয়ালি এ হাওয়ায় এলি মনেরি পাড়ায়
প্রেমেরই বরষায় দিলি ভিজিয়ে আমায়,
বেখেয়ালি এ হাওয়ায় এলি মনেরি পাড়ায়
প্রেমেরই বরষায় দিলি ভিজিয়ে আমায়,
মন যে চেয়েছে শুধু তোর হতে
এঁকেছে তোকেই ঘুমে স্বপ্নেতে,
ভিজেছে ভিজেছে মন তোর প্রেমের বৃষ্টিতে।
হেঁটেছে খেয়ালি মেঘ রোদ্দুরে
সাজিয়ে ইচ্ছেগুলো এক সুরে,
এলোমেলো দিন তোর আলোর সোহাগে।

তোকে শুধু মন চাইছে এখন
রিমঝিম এ ধারায়,
তোকে শুধু মন চাইছে এখন
আলতো বৃষ্টির ছোঁয়ায়। (২)

জুড়ে আছে তোরই খেয়াল
সাতদিনে সন্ধ্যে সকাল,
তোকে ছাড়া কিছু যে ভালোলাগে না।
এ আবেগী মায়াজাল
করে কি নেশায় বেসামাল,
কবে হয়ে গেছি যে তোর আমি কেউ জানে না।

ডেকে নে দুচোখের ইশারায়
বেঁধে নে আঁচলে তোরই কাজলে আমায়।
মন যে চেয়েছে শুধু তোর হতে
এঁকেছে তোকেই ঘুমে স্বপ্নেতে,
ভিজেছে ভিজেছে মন তোর প্রেমের বৃষ্টিতে।
হেঁটেছে খেয়ালি মেঘ রোদ্দুরে
সাজিয়ে ইচ্ছেগুলো এক সুরে,
এলোমেলো দিন তোর আলোর সোহাগে।

তোকে শুধু মন চাইছে এখন
রিমঝিম এ ধারায়,
তোকে শুধু মন চাইছে এখন
আলতো বৃষ্টির ছোঁয়ায়। (২)

Read Also:  Shona Bondhu Re Lyrics (সোনা বন্ধু রে) Pranjal Biswas

তোর প্রেমের বৃষ্টিতে লিরিক্স – স্নিগ্ধাজিৎ ভৌমিক :

Bekheyali e haway eli moneri paray
Premeri boroshay dili vijiye amay
Mon je cheyeche sudhu tor hote
Ekeche tokei ghume shopnete
Vijeche vijeche mon tor premer brishtite
Hetechi kheyali megh roddure
Sajiye icche gulo ek sure
Elomelo din tor aalor sohage

Toke shudhu mon chaiche ekhon
Rimjhime e dharay
Toke sudhu mon chaiche ekhon
Aalto brishtir choway

Jure ache tori kheyal
Saatdine sondhey sokal
Toke chara kichu je valo laage na
E abegi mayajal
Kore ki neshay beshamal
Kobe hoye gechi je tor ami keu jaane na
Deke ney duchokher isharay
Bendhe ney achole tori kajole amay

FAQs for Tor Premer Brishtite

Who is the singer of Tor Premer Brishtite?

Tor Premer Brishtite song is sung by Snigdhajit Bhowmik.

Who is the music director of Tor Premer Brishtite?

The song Tor Premer Brishtite is composed by Snigdhajit Bhowmik.

Who is the lyricist of Tor Premer Brishtite?

Somraj Das has written the song “Tor Premer Brishtite”.