তোর ভুল ভাঙ্গাবো কি করে বল ?
কি বলছে শোন চোখেরই জল,
অভিমান ভাঙ্গাবো কি করে বল ?
কোনো বাঁধ মানে না চোখেরই জল।
দিব্যি তোকে তোর ওই চোখে
হারিয়ে যাবো এক পলকে,
চেয়েছি তোকে সব কিছুতে
যে যাই বলুক অন্য লোকে,
আমার এ প্রেম মিথ্যে যে নয়
তোকে বোঝাই কেমন করে ?
কোনো লড়াই জিততে যে নয়
চেয়েছি তোকে নিজের করে।
তোর মনেতে, আনমনেতে
চলছে কি তা বল ?
মন ভাঙ্গিনী, প্রেম ভাঙ্গিনী
দিব্বি দেবো চল,
অভিমানী আমি জানি
তুই যে আমারই,
তোকে ভুলে থাকতে দূরে
আমি কি পারি ?
অভিমান ভাঙ্গাবো কি করে বল ?
কোনো বাঁধ মানে না চোখেরই জল।
দিব্যি তোকে তোর ওই চোখে
হারিয়ে যাবো এক পলকে,
চেয়েছি তোকে সব কিছুতে
যে যাই বলুক অন্য লোকে,
আমার এ প্রেম মিথ্যে যে নয়
তোকে বোঝাই কেমন করে ?
কোনো লড়াই জিততে যে নয়
চেয়েছি তোকে নিজের করে।
তোর আবেশে স্বপ্ন মেসে
একলা হাওয়াতে,
যত দূরে জাসনা কেন
পাবি আমাকে,
এই চোখে যা গল্প আছে
সব তোকে নিয়ে,
কষ্ট যা দিয়েছি তোকে
দেবো ভুলিয়ে,
অভিমান ভাঙ্গাবো কি করে বল
কোনো বাঁধ মানে না চোখেরই জল।
দিব্যি তোকে তোর ওই চোখে
হারিয়ে যাব এক পলকে,
চেয়েছি তোকে সব কিছুতে
যে যাই বলুক অন্য লোকে,
আমার এ প্রেম মিথ্যে যে নয়
তোকে বোঝাই কেমন করে?
কোনো লড়াই জিততে যে নয়
চেয়েছি তোকে নিজের করে।
তোর ভুল ভাঙ্গাবো কি করে বল লিরিক্স – বাজি :
Tor bhul vangabo Ki kore bol
Ki bolche shon Chokheri jol
Obhiman vangabo ki kore bol
Kono bandh mane na chokheri jol
Dibbi toke tor oi chokhe
Hariye jabo ek poloke
Cheyechi toke Sob kichute
Ja jai boluk onno loke
Amar e prem mitthey je noy
Toke bojhai kemon kore
Kono lorai jittey je noy
Cheyechi toke nijer kore
Tor monete aanmonete
Cholche ki ta bol
Mon vangini, prem vangini
Dibbi debo chol
Obhimani ami Jani tui je amari
Toke bhule thakte dure
Aami ki pari
Tor abeshe shopno meshe
Ekla hawate
Joto dure jashna keno pabi amake
Ei chokhe ja golpo ache
Shob toke niye
Kosto ja diyechi toke debo bhuliye