Tomay Vison Proyojon Lyrics (তোমায় ভীষণ প্রয়োজন) Iftekhar Ifti

0
18


Tomay Vison Proyojon Lyrics Bengali Song Is Sung by Iftekhar Ifti. Starring Raka, Rasel Parvase And Iftekhar Ifti. Music Composed by Ankur Mahamud. This Bengali Romantic Video Song Directed by Eagle Team And Director Of Photography by Noyon Molla. Tomay Vison Proyojon Lyrics In Bengali Written by Iftekhar Ifti. This Song Produced By Kachi Ahmed.

Song : Tomay Vison Proyojon
Singer : Iftekhar Ifti
Music : Ankur Mahamud
Tune And Lyricist : Iftekhar Ifti
Direction : Eagle Team
DOP : Noyon molla
Edit And Color: Md Badhon
Label : Eagle Music Video Station

Tomay Vison Proyojon Song Video :



Tomay Vison Proyojon Lyrics In Bengali :

 

যখন খোলা চুলে সামনে এসে দাড়াও
তখন আমার ভাল্লাগেনা, আউলা হয় রে মন,
ভালোবাসো আর নাইবা বাসো আমি
তোমায় সঁপে দিয়েছি যে, আমার এ জীবন।

আমার মন খারাপের ক্ষনে
তোমার পালিয়ে বেড়া মন,
আমার একলা একা আকাশ
তোমার ভীষন প্রয়োজন।

সন্ধ্যা হলেই প্রদীপ জ্বালো দেখি দুচোখ ভরে
অন্ধকারে আমায় তুমি দেখছো কি খেয়াল করে,
জোনাক পোকার মতন আমি চুপিসারে আসি
জানো নাকি তোমায় আমি কত ভালোবাসি।

শোন মন খারাপের মেয়ে
আমি তোমায় বাসি ভালো,
তুমি আমার আসমানের চাঁদ
আন্ধার ঘরের আলো।

আমার মন খারাপের খনে
তোমার পালিয়ে বেড়া মন,
আমার একলা একা আকাশ
তোমার ভীষন প্রয়োজন।

সকাল বেলার আলো তোমার আনবো ঘরে ডেকে
আমায় কবে বাসবে ভালো আদর দেবে মেখে,
চোখের সামনে ঘুরিফিরি একটু আমায় ডাকো
আমার জন্য তোমার বুকে একটু জায়গা রেখো।

আমায় যেওনা গো ছেড়ে
রেখো তোমার বাহুডোরে,
তোমায় ছাড়া শুন্য লাগে
হৃদয় আমার পোড়ে।

আমার মন খারাপের ক্ষনে
তোমার পালিয়ে বেড়া মন,
আমার একলা একা আকাশ
তোমার ভীষন প্রয়োজন।

Read Also:  Durga Tumi Themo Na Lyrics (দুর্গা তুমি থেমো না)

যখন খোলা চুলে সামনে এসে দাড়াও
তখন আমার ভাল্লাগেনা, আউলা হয় রে মন,
ভালোবাসো আর নাইবা বাসো আমি
তোমায় সঁপে দিয়েছি যে, আমার এ জীবন।

আমার মন খারাপের ক্ষনে
তোমার পালিয়ে বেড়া মন,
আমার একলা একা আকাশ
তোমার ভীষন প্রয়োজন।

Tomay Vison Proyojon Lyrics In English :

Jokhon khola chule samne ese darao
Tokhon amar vallagena aula hoy re mon
Bhalobasho aar naiba basho ami
Tomay sope diyechi je amar e jibon

Amar mon kharaper khone
Tomar paliye bera mon
Amar ekla eka akash
Tomar vishon proyojon

Sondhya hole pradeep jwalo
dekhi duchokh bhore
Andhokare amay tumi dekhcho ki kheyal kore
Jonak pokar moton ami chupisare ashi
Jano naki tomay ami koto bhalobashi

Shono mon kharaper meye
Ami tomar basi bhalo
Tumi amar asmaner chand
Andhar ghorer aalo

Sokal belar aalo tomar
Anbo ghore deke
Amay kobe basbe valo ador debe mekhe
Chokher samne ghurifiri ektu amay dako
Amar jonno tomar buke ektu jayga rekho

Amay jeona go chere
Rekho tomar bahudorey
Tomay chara shunno laage
Hridoy amar porey