Tomar Naamer Gaan Lyrics (তোমার নামের গান) Zakir Ahamed Song

0
327


তোমার স্মৃতিকে জড়িয়ে

মন খারাপের খামে লুকিয়ে, 

তোমারই আছি তোমার হয়ে। 

শত অভিযোগ কথার আড়ালে 

আজও ভাবি তুমি কেন হারালে,

তোমাতেই বাঁচি তোমার হয়ে। 

জানি স্মৃতি সব হারিয়ে গেছে,

কারণেরা সব বারণের রঙে,

অনেকটা পথ একা চলে গেছে। 

তবুও আজ বৃষ্টিরই মাঝে 

ঘুনে ধরা সব কবিতার ভাঁজে, 

এখনও খুঁজে পাই অজান্তে।  

হেঁটেছি অনেকটা পথ একসাথে

আজো তুৃমি থাকো আমার, প্রার্থনাতে, 

জানি তুমি হওনি সেবার আমার 

তবুও পেয়ে যদি যাই, অপেক্ষাতে।।

নেই কোনও অভিযোগ আমার

তোমার স্বপ্নেরা পূর্নতা পাক, 

আমি আছি সেই স্বপ্নেরই খোঁজে।  

জানি আজ নেই তুমি আমার পাশে

ভাগ্যের যত নির্মম পরিহাসে,

তবু আমাদের গল্পেরা হাসে।  

জেনো রেখো অভিলাষী স্বপ্ন আছে 

শুরু হয়ে তোমাতেই থেমে গেছে, 

কখনোই তা যাবেনা মুছে। 

আজ তোমার নামেই আমি গান লিখি

সেই গানের সুরেই তোমায় ডাকি,

তুমি আছো কৃতজ্ঞতার মাঝে।

হেঁটেছি অনেকটা পথ একসাথে

আজও তুৃমি থাকো আমার, প্রার্থনাতে, 

জানি তুমি হওনি সেবার আমার 

তবুও পেয়ে যদি যাই, অপেক্ষাতে।।

Tomar Naamer Gaan Lyrics In English :

Tomar smriti ke joriye

Mon kharaper khame lukiye

Tomari achi tomar hoye

Shoto ovijog kothar arale

Aajo vabi tumi keno harale

Tomatei banchi tomar hoye

Jani smriti sob hariye geche

Karonera sob baroner ronge

Onekta poth eka chole geche

Tobuo aaj brishtiri majhe

Ghune dhora sob kobitar vaje

Ekhono khuje pai ojante

Hetechi onekta poth eksathe

Aajo tumi thako amar parthonate

Jani tumi houni sebar amar

Tobuo peye jodi jai opekkhate

Nei kono obhijog amar

TOmar shopnera purnota paak

AMi achi sei shopneri khoje

Jani aaj nei tumi amar pashe

Bhagger jono nirmom porihashe

Tobu amader golpera haase

Jene rekho obhilashi shopno ache

Shuru hoye tomatei theme geche

Kokhonoi taa jabena muche

Aaj tomar naamei ami gaan likhi

Sei gaaner surei tomay daki

Tumi acho kritogotar majhe

তোমার নামের গান গানটি গেয়েছেন জাকির আহমেদ। নেই কোনও অভিযোগ আমার তোমার নামের গান গানের লিরিক্স লিখেছেন স্বর্ণালী মৃধা।