যে তোমার চোখের নেশায় চুর
যে তোমার ছায়া তে রোদ্দুর,
তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর
আহা আয়নাতে মনজুর।
যদি তাকে নাম না দাও,
বিরহের দাম না দাও,
সে কোথায় খুঁজে বেড়ায় ঠিকানা বন্ধুর।
এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না
এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না,
সহজে সে কোনো বাজি হারে না।
যে তোমার চোখের নেশায় চুর
যে তোমার ছায়া তে রোদ্দুর,
তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর
আহা আয়নাতে মনজুর।।
সে যে কোন-চলে থাকে সে কেউ জানে না
তুমি বিন তার বসতি শুনশান,
সে যে বীণে খাতার গান
তাই তাকে তো কেউ মনে আনে না,
তুমি নেই,
তাই তাকে তো কেউ মনে আনে না।
এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না
এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না,
সহজে সে কোনো বাজি হারে না।
যে তোমার চোখের নেশায় চুর
যে তোমার ছায়া তে রোদ্দুর,
তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর
আহা আয়নাতে মনজুর।।
তাকে চাও যদি মনের হদিস পাবে না
তবু আজ যদি তাকেই কাছে চাও,
যদি দুচোখে কান্দাও
সে ও তোমায় ছেড়ে কোথাও যাবে না,
যদি চাও,
সে ও তোমায় ছেড়ে কোথাও যাবে না।
এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না
এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না,
সহজে সে কোনো বাজি হারে না।
যে তোমার চোখের নেশায় চুর
যে তোমার ছায়া তে রোদ্দুর,
তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর
আহা আয়নাতে মনজুর।
যদি তাকে নাম না দাও,
বিরহের দাম না দাও,
সে কোথায় খুঁজে বেড়ায় ঠিকানা বন্ধুর।
এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না
এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না,
সহজে সে কোনো বাজি হারে না।
যে তোমার চোখের নেশায় চুর
যে তোমার ছায়া তে রোদ্দুর,
তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর,
আয়নাতে মনজুর, আহা আয়নাতে মনজুর।।
যে তোমার চোখের নেশায় লিরিক্স – শান ও মহালক্ষ্মী আইয়ার :
Je tomar chokher neshay chur
Je tomar chayate roddur
Taari mukh ekhon tomar aaynate monjur
Aaha aaynate manjur
Jodi taake naam na dao
Biroher daam na dao
Se kothay khuje beray thikana bondhur
Erate parena tobu mon chare na
Sohoje se kono baaji haare na
Se je kon-chole thake se keu jaane na
Tumi bin taar bosoti shunshan
Se je bine khatar gaan
Tai taake toh keu mone aane na
Taake chao jodi moner hodis pabe na
Tobu aaj jodi takei kache chao
Jodi duchokhe kandao
Se o tomay chere kothao jabe na