Tomar Baire Lyrics by Asif Akbar. Tune by Pallab Sanyal And Music Composed by Partha Majumder. Song Lyrics Written by Rajiv Ahmed. Featuring Asif Akbar And Achol.
তোমার বাইরে আমার কোনো স্বপ্ন নেই
তোমার বাইরে আমার কোনো ইচ্ছে নেই,
তোমার বাইরে প্রথম দ্বিতীয় তৃতীয় নেই
তোমার বাইরে শেষ বলেও কিছু নেই।
গান নেই কবিতা নেই
এমন কোনো কথা নেই,
তোমার বাইরে আমার কোনো কষ্ট নেই
তোমার বাইরে আমার কোনো কষ্ট নেই।
হাতের মুঠোয় শক্তি নেই
খোলা আকাশ মুক্তি নেই,
চিঠি লেখার মানুষ নেই
কোথাও যাবো গন্তব্য নেই …
তোমার বাইরে আমার কোনো আমি নেই
তোমার বাইরে আমার কোনো কষ্ট নেই।
পেছন থেকে ডাক নেই
ভালোবাসায় ভাগ নেই,
দেহের কোথাও বয়স নেই
ক্লান্ত হবার সাহস নেই …
তোমার বাইরে আমার কোনো বিশ্ব নেই।
তোমার বাইরে আমার কোনো স্বপ্ন নেই
তোমার বাইরে আমার কোনো ইচ্ছে নেই,
তোমার বাইরে প্রথম দ্বিতীয় তৃতীয় নেই
তোমার বাইরে শেষ বলেও কিছু নেই।
গান নেই কবিতা নেই
এমন কোনো কথা নেই,
তোমার বাইরে আমার কোনো কষ্ট নেই
তোমার বাইরে আমার কোনো কষ্ট নেই।
Tomar Baire Lyrics In English :
Tomar baire amar kono shopno nei
Tomar baire amar kono icche nei
Tomar baire prothom dwitiyo tritiyo nei
Tomar baire sesh boleo kichu nei
Gaan nei kobita nei
Emon kono kotha nei
Tomar baire amar kono kosto nei
Haater muthoy shokti nei
Khola akash mukti nei
Chithi lekhar manush nei
Kothao jabo gontyobo nei
TOmar baire amar kono ami nei
Pechon theke daak nei
Bhalobashay bhaag nei
Deher kothao boyos nei
Klanto hobar sahos nei
Tomar baire amar kono bissho nei
Tomar Baire is sung by Asif Akbar.
Tomar Baire is composed by Partha Majumder.
Rajiv Ahmed has written the lyrics of “Tomar Baire”.