চোখে মেঘের আনাগোনা
শত বর্ষার গল্প বোনা,
কিছু একা, কিছু ভিড়ে
নেই দেখা পিছু ফিরে,
আছে স্মৃতির জল্পনা।
আর কোনো ব্যথা নেই
আদিখ্যেতা নেই,
তোমাকে না পেতে পেতে
অভ্যেস হয়ে গেছে,
তোমাকে না পেতে পেতে
সব বেশ সয়ে গেছে।
তোমাকে না পেতে পেতে
অভ্যেস হয়ে গেছে,
তোমাকে না পেতে পেতে
সব বেশ সয়ে গেছে।।
ব্যথা অভিমান মিলে
যে পাহাড় এঁকেছিলে,
ধূসর হয়ে তা মিশে গেছে মিলে।
রোদে ভেজা গাংচিলে
স্মৃতির নীরব মিছিলে,
তুমি কি আছো, তুমি কি ছিলে ?
আর কোনো ব্যথা নেই
আদিখ্যেতা নেই,
তোমাকে না পেতে পেতে
অভ্যেস হয়ে গেছে,
তোমাকে না পেতে পেতে
সব বেশ সয়ে গেছে।
তোমাকে না পেতে পেতে
অভ্যেস হয়ে গেছে,
তোমাকে না পেতে পেতে
সব বেশ সয়ে গেছে।।
চোখে মেঘের আনাগোনা
শত বর্ষার গল্প বোনা,
কিছু একা, কিছু ভিড়ে
নেই দেখা পিছু ফিরে,
আছে স্মৃতির জল্পনা।
আর কোনো ব্যথা নেই
আদিখ্যেতা নেই,
তোমাকে না পেতে পেতে
অভ্যেস হয়ে গেছে,
তোমাকে না পেতে পেতে
সব বেশ সয়ে গেছে।
তোমাকে না পেতে পেতে
অভ্যেস হয়ে গেছে,
তোমাকে না পেতে পেতে
সব বেশ সয়ে গেছে।।
Tomake Na Pete Pete Lyrics In English :
Chokhe megher anagona
Shoto borshar golpo bona
Kichu Eka kichu bhire
Nei dekha pichu phire
Ache smritir jolpona
Aar kono beytha nei
Adikheyta nei
Tomake na pete pete
obhesh hoye geche
Tomake na pete pete
sob besh soye geche
Beytha obhiman mile
Je pahar ekechile
Dhusor hoye taa mishe geche mile
Rode veja gangchile
Smritir nirob michile
Tumi ki acho tumi ki chile
Tomake na pete pete
ovesh hoye geche
Tomake na pete pete
shob besh shoye geche
জোভান ও মেহজাবিন চৌধুরী অভিনীত ব্যবধান বাংলা নাটকের গান তোমাকে না পেতে পেতে গানটি গেয়েছেন রেহান রাসূল ও ফারনাজ আলম। গানটির সুর দিয়েছেন সাজিদ সরকার। তোমাকে না পেতে পেতে অভ্যেস হয়ে গেছে গানের লিরিক্স লিখেছেন সোমেশ্বর অলি।