Tomake Chere Eka Chola Jabena Lyrics (তোমাকে ছেড়ে একা চলা যাবে না) Raghab Chatterjee

0
86


Tomake Chere Eka Chola Jabena Lyrics by Raghab Chatterjee :

Shyam Steel Presents Tomake Chere Eka Chola Jabena Song Is Sung by Raghab Chatterjee. Music Composed by Indraadip Dasgupta And Song Lyrics In Bengali Written by Ritam Sen.

Song : Tomake Chhere Eka Chola Jabena

Singer : Raghab Chattopadhyay

Music by : Indraadip Dasgupta 

Lyrics : Ritam Sen

Music Arrangement : Amit – Ishan

Recording Engineer : Shiladitya Sarkar

Show Direction : Shakya Roy Choudhury & Apratim Dutta

DOP : Piter

Art Director : Sumanta Chatterjee

Produced By : Shyam Steel & Butterfly Films & Music    

Tomake Chere Eka Chola Jabena Song Lyrics In Bengali :

তোমাকে ছেড়ে একা চলা যাবে না 

কিছু না বলে কিছু বলা যাবে না। 

এলে আদরের দিন

এলে আতরের রাত নেমে,

দেবো জোনাকীর গান

আর শালিকের স্নান এনে,

আজ এনে দেবো তোমায়,

সে তোমায়। 

ধরেছে, খুব তুমি তুমি মন 

করেছে, খুব তুমি তুমি মন

ধরেছে, খুব তুমি তুমি মন ..

কিভাবে এত

কাছে তোমাকে যে চাই,

ও.. কিছুটা পেলে

কিছুটা চোখে হারাই। 

ও.. তোমাকে খুঁজবো বলে

ও… কত কি ভুলে বেড়াই ..

এলে আদরের দিন

এলে আতরের রাত নেমে,

দেবো জোনাকীর গান

আর শালিকের স্নান এনে,

আজ এনে দেবো তোমায়,

সে তোমায়। 

ধরেছে, খুব তুমি তুমি মন 

করেছে, খুব তুমি তুমি মন

ধরেছে, খুব তুমি তুমি মন ..

তোমাকে ছেড়ে একা চলা যাবে না লিরিক্স – রাঘব চট্টোপাধ্যায় :

Tomake Chere Eka Chola Jabe Na

Kichu na bole kichu bola jabe na

Ele adorer din

Ele atorer raat neme

Debo jonakir gaan

Aar shaliker snan ene

Aaj ene debo tomay se tomay

Dhoreche khub tumi tumi mon

Koreche khub tumi tumi mon

Kivabe eto kache tomake je chai

Kichuta pele kichuta chokhe harai

Tomake khujbo bole

Koto ki bhule berai