Tomae Pachchhi Koi Lyrics (তোমায় পাচ্ছি কই) Upal Sengupta | Nilanjan

0
114


Tomae Pachchhi Koi Lyrics by Upal Sengupta And Nilanjan :

Tomae Pachchhi Koi Song Is Sung by Upal Sengupta And Nilanjan. Tomay Pachhi Koi Lyrics In Bengali Written by Nilanjan. Song Mixing and Mastering by Abhijit Roy.

Song : Tomae Pachchhi Koi

Vocal & Tune : Upal Sengupta

Lyrics : Nilanjan

Musician : Rajat, Bappa, Sibu, 

Shantanu, Sunny & Shouvik

Camera and Editing : Mirrorless Production House

Recording : Tito

Recorded live at : Studio Hindusthan

Label : GAAN TAAN

Tomae Pachchhi Koi Song Lyrics In Bengali :

খুচরো কাগজ, খুচরো পাতা

হাওয়ায় হাওয়ায় গল্প-গাথা,

এদিক সেদিক ডায়েরী, খাতা

ওলোটপালট বই !

যাচ্ছে ভেঙে যাই বানাচ্ছি

হাওয়ায় হাওয়ায় ধাক্কা খাচ্ছি, 

তোমার চুলের গন্ধ পাচ্ছি !

তোমায় পাচ্ছি কই ?

চাদর মোড়া দশটা সুতোর হাতি

মাটির ঘোড়া এক জোড়া দুই কোণে,

তুলোর পাখি, অধরা প্রজাতির

তিনটে, বাকি পিঁপড়ে কে আর গোনে !

গোনা, আলোচনা এ সব তো হলোই

তোমার পায়ের শব্দ পাচ্ছি !

তোমায় পাচ্ছি কই ? 

খসুক দেয়াল, খসুক তারা

হাওয়ায় হাওয়ায়, তোমায় ছাড়া

প্যালেট তুলি রঙের পাড়া

আমার সামান্যই !

তোমার ছবিই আঁকতে যাচ্ছি

হাওয়ায় হাওয়ায় হাত ডোবাচ্ছি,

তোমার চুলের গন্ধ পাচ্ছি !

তোমায় পাচ্ছি কই ?

তোমার চুলের গন্ধ পাচ্ছি !

তোমায় পাচ্ছি কই ?

তোমায় পাচ্ছি কই লিরিক্স – উপল সেনগুপ্ত :

Khuchro kagoj khuchro pata

Haway haway golpo gatha

Edik sedik dairy khata

Olotpalot boi

Jacche venge jai banacchi

Haway haway dhakka khacchi

Tomar chuler gondho pacchi

Tomay pachchi koi

Tomar chuler gondho pacchi

Tomay pacchi koi

Bengali Lyrics,
Upal Sengupta