তারা তুই লুকিয়ে থেকে
ধরা দিতে করিস নে মা ছল,
তারা তুই লুকিয়ে থেকে
ধরা দিতে করিস নে মা ছল,
জীবন নদী বড়ই গহীন
পাইনা যে মা তল,
জীবন নদী বড়ই গহীন
পাইনা যে মা তল,
তুই ছাড়া কে মুছিয়ে দেবে
আমার চোখের জল,
তুই ছাড়া কে মুছিয়ে দেবে
আমার চোখের জল,
তারা তুই লুকিয়ে থেকে
ধরা দিতে করিস নে মা ছল।
চাইনা আমি রাজার আসন
মনি মানিক ধন-রতন,
চাইনা আমি রাজার আসন
মনি মানিক ধন-রতন,
চাই মা হতে তোরই পায়ের
রক্ত জবার তল,
চাই মা হতে তোরই পায়ের
রক্ত জবার তল, মা গো
দিন যে ফুরায় তোর কাছেতে
আমায় নিয়ে চল,
তুই ছাড়া কে মুছিয়ে দেবে
আমার চোখের জল,
তারা তুই লুকিয়ে থেকে
ধরা দিতে করিস নে মা ছল।
এ জগতে যেথায় দেখি
সবই ফাঁকি, সবই মেকি,
এ জগতে যেথায় দেখি
সবই ফাঁকি, সবই মেকি,
আমি হেথায় খসা সেকি
সংসারে অচল,
আমি হেথায় খসা সেকি
সংসারে অচল, মা গো
দিন যে ফুরায় তোর কাছেতে
আমায় নিয়ে চল,
তুই ছাড়া কে মুছিয়ে দেবে
আমার চোখের জল,
তারা তুই লুকিয়ে থেকে
ধরা দিতে করিস নে মা ছল,
তারা তুই লুকিয়ে থেকে
ধরা দিতে করিস নে মা ছল।
তারা তুই লুকিয়ে থেকে লিরিক্স -জিৎ গাঙ্গুলী :
Tara tui lukiye theke
Dhora dite koris ney maa chol
Jibon nodi boroi goheen
Paina je maa tol
Tui chara ke muchiye debe
Amar chokher jol
Chaina ami rajar ashon
Moni manik dhon roton
Chai maa hote tori paa er
Rokto jobar tol maa go
Din je furay tor kachete
Amay niye chol
E jogote jethay dekhi
Sobi fanki sobi meki
Ami hethay khosa seki
Songsare ochol