Taasher Deshe Lyrics (তাসের দেশে) Timir Biswas | Tekka

0
4


Taasher Deshe Lyrics bengali song is sung by Timir Biswas from Tekka bengali movie. Starring Dev, Rukmini Maitra, Swastika Mukherjee and many more. Music composed by Ranajoy Bhattacharjee. Mixing and Mastering by Shiladitya Sarkar. Arrangement and programming by Shamik Chakraborty. Taasher Deshe Lyrics in bengali written by Barish. Tekka bengali film directed by Srijit Mukherji and Cinematography by Modhura Palit.

Taasher Deshe Song Information :

Song Name : Taasher Deshe
Film : Tekka
Singer : Timir Biswas
Composer : Ranajoy Bhattacharjee
Lyricist : Barish
Direction : Srijit Mukherji
Production company : Dev Entertainment Ventures
Label : Saregama Bengali

Taasher Deshe Lyrics In Bengali :

তাসের দেশে বারেবার
এভাবে দিন বদলেরই,
আসে ডাক।
কুয়াশা সরিয়ে আবার
উঠছে রোদ,
ভালবাসা জারি থাক।

যাদের কথা রোজ
হয়েছিল নিখোঁজ,
শুনতে হবে কাল তাদের কথাই।
কোনও নতুন ভোর
পাঠাবে সুখবর,
আনবে সাথে রোশনাই।

হোক সত্যিরই জয়, আসছে সময়
ভরসা বুকে।
ডাকলে আগামী, সম্ভবামি
যুগে যুগে।

তাসের দেশে বারেবার
এভাবে দিন বদলেরই,
আসে ডাক।
কুয়াশা সরিয়ে আবার
উঠছে রোদ,
ভালবাসা জারি থাক।

পায়, মাথার ছাদ
নবজাতক স্বপ্নেরা,
আলেয়ায়, কাটিয়ে রাত
জোনাকিদের ঘরে ফেরা।

আর না ভয় পেয়ে বলা
নত শিরে জো-হুকুম,
হ্যামলিনের বাঁশিওয়ালা
ভাঙিয়েছে এসে ঘুম।

দমিয়ে দেওয়া ফের
যাবে না যে তাদের,
লড়ছে যারা রাজপথের লড়াই।
কোনও নতুন ভোর
পাঠাবে সুখবর,
আনবে সাথে রোশনাই।

হোক সত্যিরই জয়, আসছে সময়
ভরসা বুকে।
ডাকলে আগামী, সম্ভবামি
যুগে যুগে।

Taasher Deshe Song Video :



Taasher Deshe Lyrics In English :

Tasher deshe barebar
Evabe din bodoleri ashe daak
Kusha soriye abar uthche rod
Valobasha jaari thak
Jader kotha rooj hoyechilo nikhoj
Shunte hobe kaal tader kothai
Kono notun bhor pathabe sukhobor
Anbe sathe roshnai

Read Also:  Corporate Prem Lyrics (কর্পোরেট প্রেম) Nachiketa Chakraborty

Hok sottiri joy ashche somoy
Bhrosha buke
Daakle agami sombhobami juge juge

Paay mathar chaad nobojatok shopnera
Aleyay katiye raat
Jonakider ghore phera
Aar na bhoy peye bola
Noto shire jo hukum
Hamelin er banshiowala
Vangiyeche eshe ghum

Domiye deowa pher
Jaabe na je tader
Lorche jara rajpother lorai
Kono notun bhor pathabe sukhobor
Anbe sathe roshnai

তাসের দেশে গানের লিরিক্স লিখেছেন বারিশ এবং গানটি গেয়েছেন তিমির বিশ্বাস। গানটির সুর দিয়েছেন রণজয় ভট্টাচার্য। সৃজিত মুখার্জী পরিচালিত টেক্কা বাংলা সিনেমায় অভিনয় করেছেন দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখার্জী, পরান বন্দ্যোপাধ্যায় ও আরও অনেকে।

FAQs for Taasher Deshe

Who is the singer of Taasher Deshe?

Taasher Deshe song is sung by Timir Biswas.

Which film is the song Taasher Deshe from?

Taasher Deshe is a bengali song from Tekka bengali movie.

Who is the music director of Taasher Deshe?

The song Taasher Deshe is composed by Ranajoy Bhattacharjee.

Who is the lyricist of Taasher Deshe?

Barish has written the song “Taasher Deshe”.