Swastikar Gaan Lyrics bengali song is sung by Abhishek Chakraborty featuring Swastika Mukherjee. Arrangement and sound design by Tamal Kanti Halder. Mixing and mastering by Gourab Ray. Story and Screenplay by Abhishek Chakraborty and this video song directed by Anik Biswas. Swastikar Gaan Lyrics in bengali written by Abhishek Chakraborty. Recorded at The Muzik House studios and scratch recorded at Note to note studios. Audio distribution by UD Entertainment and video production by AC Productions.
Swastikar Gaan Song Informaton :
Song Name : Swastikar Gaan
Singer : Abhishek Chakraborty
Starring : Swastika Mukherjee and Abhishek
Composer and Lyricist : Abhishek Chakraborty
Arrangement : Tamal Kanti Halder
Director : Anik Biswas
Story and Screenplay: Abhishek Chakraborty
Cinematography: Subhadeep Bag
Executive Producer: Indranil Dutta
Swastikar Gaan Lyrics In Bengali :
তুমি পারো যদি..
তুমি পারো যদি দাও গো উঁকি
আমার পৃথিবীতে,
তোমায় ফুলের দোলনা সাজিয়ে দেবো
শিউলি গাছের নিচে,
তুমি বসবে সেথায় দেখবে আমায়
দেখবো তোমায় আমি,
আর ভাসবো দুজন প্রেমের ভেলায়
এই অবধি জানি।
আর বাদ বাকিটা হোক না যা হয়
সামলে নেবো দুজন,
নাহয় ডুববো দুজন প্রেমের জলে
নোঙ্গর ফেলার মতন,
আর ভাসতে যদি চাও কখনো
বলবে কানে কানে,
আমি চিতিয়ে শরীর উঠবো ভেসে
তোমার প্রেমের টানে।
তোমায় চাঁদের থেকে,
তোমায় চাঁদের থেকে জ্যোৎস্না কেড়ে
সাজিয়ে দেবো দ্বারে,
আর মেঘ জমাবো রোজ সকালে
তোমার স্নানের ঘরে,
আমি ফড়িং দিয়ে কাটবো ঘুড়ি
খেলবে তুমি বলে,
আর জোনাকিদের ডাকবো মিটিং
রাতের দ্বিপ্রহরে।
আমি হাতের গুলি পাকিয়ে নেবো
কুস্তি লড়ার ফাঁকে,
আর অলিম্পিকে জিতবো সোনা
গয়না গড়বো তাতে,
আমি চীনের প্রাচীর ভরিয়ে দেবো
তোমার গ্রাফিটিতে ..
শুধু তুমি যদি একবার দেখো
তাকিয়ে আমার দিকে।
আমি গিটার হাতে
আমি গিটার হাতে উঠবো গেয়ে
ম্যাডিসন স্কোয়ার মাঠে,
শত ডাকলেও দেখবো না ফিরে
কোনো নায়িকাকে,
আমি কোহিনুর আনবো ফিরিয়ে
তোমার আংটিতে,
আর রোমের প্রাসাদ আনবো কিনে
তোমায় চমক দিতে।
তোমায় বসবো ভালো সাদা কালো
পাহাড় থেকে খাদে,
আমি সবার কাছেই বলতে পারি
শুধুই তোমায় বাদে,
তাই লিখছি এ গান দিচ্ছি জানান
তোমায় খবর দিতে ..
দেখবে তুমি ছাড়া সবই আছে
আমার এই পৃথিবীতে।
Swastikar Gaan Song Video :
Swastikar Gaan Lyrics In English :
Tumi paro jodi dao go unki
Amar prithibite
Tomay fuler dolna sajiye debo
Sheuli gacher niche
Tumi bosbe sethay dekhbe amay
Dekhbo tomay aami
Aar vasbo dujon premer bhelay
Ei obdhi jani
Aar bad bakita hok na jaa hoy
Samle nebo dujon
Na hoy dubbo dujon premer jole
Nongor felar moton
Aar bhaste jodi chao kokhono
Bolbe kaane kaane
Ami chitiye shorir uthbo bhese
Tomar premer taane
Tomay chander theke jotsna kere
Sajiye debo dware
Aar megh jomabo rooj sokale
Tomar snaner ghore
Ami foring diye katbo ghuri
Khelbe tumi bole
Aar jonakider dakbo meeting
Raater dwiprohore
Aami haater guli pakiye nebo
Kusti lorar faake
Aar Olympic e jitbo sona
Goyna gorbo taate
Ami chiner prachire bhoriye debo
Tomar graffiti te
Shudhu tumi jodi ekbar dekho
Takiye amar dike
Ami guitar haate uthbo geye
Madison square mathey
Shoto dakleo dekhbona phire
Kono nayika ke
AMi kohinur aanbo firiye
Tomar angtite
Aar romer prasad aanbo kine
Tomay chomok dite
TOmay bhasbo bhalo sada kalo
Pahar theke khaade
Ami sobar kachei bolte pari
Shudhui tomay baade
Tai likhchi e gaan dichchi janan
Tomay khobor dite
Dekhbe tumi chara sobai ache
Amar ei prithibite
স্বস্তিকা মুখার্জী ও অভিষেক অভিনীত স্বস্তিকার গান গানের লিরিক্স লিখেছেন, গানের সুর দিয়েছেন এবং গানটি গেয়েছেন অভিষেক চক্রবর্তী। সঙ্গীত আয়োজন এবং সাউন্ড ডিজাইন করেছেন তমাল কান্তি হালদার।