সখী ভাবনা কাহারে বলে
সখী যাতনা কাহারে বলে,
তোমরা যে বলো দিবস-রজনী
ভালোবাসা, ভালোবাসা,
সখী ভালোবাসা কারে কয় ?
সে কি কেবলই যাতনাময় ?
সে কি কেবলই চোখের জল ?
সে কি কেবলই দুখের শ্বাস ?
লোকে তবে করে কী সুখেরই তরে
এমন দুখের আশ।
আমার চোখে তো সকলই শোভন
সকলই নবীন, সকলই বিমল,
সুনীল আকাশ, শ্যামল কানন
বিশদ জোছনা, কুসুম কোমল,
সকলই আমার মতো।
তারা কেবলই হাসে, কেবলই গায়
হাসিয়া খেলিয়া মরিতে চায়,
না জানে বেদন, না জানে রোদন
না জানে সাধের যাতনা যত।
ফুল সে হাসিতে হাসিতে ঝরে
জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোক সাগরে
আকাশের তারা তেয়াগে কায়।
আমার মতন সুখী কে আছে
আয় সখী, আয় আমার কাছে,
সুখী হৃদয়ের সুখের গান
শুনিয়া তোদের জুড়াবে প্রাণ।
প্রতিদিন যদি কাঁদিবি কেবল
একদিন নয় হাসিবি তোরা,
একদিন নয় বিষাদ ভুলিয়া
সকলে মিলিয়া গাহিব মোরা।
ভাবনা কাহারে বলে
সখী যাতনা কাহারে বলে ?
তোমরা যে বলো দিবস-রজনী
ভালোবাসা ভালোবাসা,
সখী ভালোবাসা কারে কয় ?
সে কি কেবলই যাতনাময় ?
সখী ভালোবাসা কারে কয় ?
Sokhi Bhabona Kahare Bole Lyrics In English :
Sokhi vabona kahare bole
Sokhi jatona kahare bole
Tomra je bolo dibos-rajani
Valobasha valobasha
Sokhi valobasha kaare koy
Se ki keboli jatonamoy
Se ki keboli choker jol
Se ki keboli dukher swas
Amr chokhe toh sokoli shovon
Sokoli nobin sokoli bimal
Sunil akash shyamal kanon
Bishod jochona kusum komol
Sokoli amar moto
Tara keboli hasse keboli gaay
Hasiya kheliya morite chaay
Na jaane bedon na jaane rodon
Naa jaane sadher jatona joto
Phul se hasite hasite jhore
Jochona hasiya milaye jaay
Hasite hAsite alok sagore
Akasher tara teyage kaay
Aamar moton sukhi ke ache
Aay sokhi aay amar kache
Sukhi hridoyer sukher gaan
Shuniya toder jurabe praan
Protidin jodi kadibi kebol
Ekdin noy hasibi tora
EKdin noy bishad bhuliya
Sokole miliya gahibo mora
Sokhi bhabana kahare bole