এ ধরার মাঝে তুমিময় প্রেম
অন্তরে যারে পেয়েছি প্রিয়
শ্যামল জাগে অন্তরে মম।
মিরা খোঁজে শ্যাম-সুন্দর
সই কৈ ? কৈ সই ?
অন্তরে যারে পেয়েছে প্রিয়।
শ্যামল ঘন শ্যাম যে আমার
শ্যামল ঘন শ্যাম যে আমার,
নয়ন সুখের জল যে আমার
নয়ন সুখের জল যে আমার,
তার আড়ালে ভাসাই মনে
গোপনে রাখি, গোপনই থাকে
শ্যামল ঘন..
শ্যামল ঘন শ্যাম যে আমার
শ্যামল ঘন শ্যাম যে আমার।।
কোন বিষাদে রাঙালে কানন
শ্যামা মন প্রাণে শ্যামেরই জীবন,
কোন বিষাদে রাঙালে কানন
শ্যামা মন প্রাণে শ্যামের জীবন,
রাই সজনী, জাগো হে তুমি
হে মধুময় সঞ্চারিণী,
শ্যামল ঘন ..
শ্যামল ঘন শ্যাম যে আমার
শ্যামল ঘন শ্যাম যে আমার।।
কালোর চেয়েও সে মধুময়
আলোর চেয়েও যে গতিময়,
কালোর চেয়েও সে মধুময়
আলোর চেয়েও যে গতিময়,
হাতের আড়াল হাতে ঢাকো
হাতের আড়াল হাতে ঢাকো,
কে গো তুমি? কে গো তুমি?
কে গো তুমি? কে গো তুমি?
এমনই ভালো তাকে বাসি
মান অভিমান গোচরে রাখি,
এমনই ভালো তাকে বাসি
মান অভিমান গোচরে রাখি,
রাই সজনী জাগো হে এবার
কুঞ্জে কুঞ্জে মেঘলা আবার,
শ্যামল ঘন শ্যাম যে আমার
শ্যামল ঘন শ্যাম যে আমার,
নয়ন সুখের জল যে আমার
নয়ন সুখের জল যে আমার,
তার আড়ালে ভাসাই মনে
গোপনে রাখি, গোপনই থাকে
শ্যামল ঘন..
শ্যামল ঘন শ্যাম যে আমার
শ্যামল ঘন শ্যাম যে আমার।।
শ্যামল ঘন শ্যাম যে আমার লিরিক্স – গুরুজিৎ সিং :
Shyamolo ghono shyam je amar
Noyon sukher jol je amar
Taar arale bhasai mone
Gopone rakhi goponei thake
Shyamala ghana shyam je amar
Kon bishade rangale kanon
Shyama mon praane shyameri jibon
Rai sojoni jago hey tumi
Hey modhumoy soncharini
Kalor cheyeo se modhumoy
Aalor cheyeo je gotimoy
Haater aral haate dhako
Ke go tumi