Shuvo Jonmodin Lyrics by Shironamhin Band
Shuvo Jonmodin Lyrics bengali song is sung by Sheikh Ishtiaque from Shironamhin band album Batighor. Happy Birthday Shubho Jonmodin song in bengali written by Ziaur Rahman and tune by Sudipto Sinha Dipu. Mixing and mastering by Shafiqul Islam. Typography and artwork design by Ziaur Rahman. This video song Screenplay and Directed by Sheikh Ishtiaque.
Shuvo Jonmodin Song Details :
Song : Shuvo Jonmodin
Band : Shironamhin Band
Album : Batighor
Singer : Sheikh Ishtiaque
Lyricist : Ziaur Rahman
Tune : Sudipto Sinha Dipu
Mixed and Mastered : Shafiqul Islam
Video Director : Sheikh Ishtiaque
DOP : Rony Sharafat
Band Manager : Infitar Danial
Recording Studio : Noizemine Sound
Shironamhin Band line up :
Ziaur Rahman : Bass, Cello
Kazy Ahmad Shafin : Bodhran, Flute, Back Voice
Sheikh Ishtiaque : Voice and Shaker
Symon Chowdhury : Piano
Sudipto Sinha Dipu : Guitar and Banjo
Shuvo Jonmodin Lyrics by Shironamhin :
আজ মন ছুটে যায় আনন্দের ঠিকানায়
আমি মেঘে মেঘে জানাবো,
এই শুভকামনা।
আজ শুভদিন, রঙধনুর আশায়
তুমি হাসিমুখে থেকো এই,
আনন্দের জানালায়।
আজ আকাশের বুকে কাব্য লেখা
আজ-মেঘের দল ছোটে রঙের আশায়,
আজ পৃথিবীর যতো বিষন্নতা
সরে যাক, খুব ভালোবাসায়।
আজ আকাশে উড়ে যাক সাদা মেঘ
ঝরে যাক বৃষ্টি, হয়ে যাক অভিষেক,
এই বছরেও, হাসিমুখ থেকে যাক
ভালো থাক শুভ হোক,
Happy birthday to you
আজ হবে গান, হৃদয়ের কলতান
শুভ হোক, শুভ হোক আগামীর অভিযান,
এই শুভদিন, থেকে যাক অমলিন
শুভ হোক, শুভ হোক তোমার জন্মদিন।
মোমের আলোর সভায়
তোমায় দিলাম এ গান,
জোনাকির উৎসবে, নক্ষত্রের আলোয়
তোমাকে অভিনন্দন জানাই।
এই বছরেও, আলো ছড়াও
এই-শুভদিন রয়ে যাক শুভেচ্ছায়,
এই হাসিমুখ, এই মোমের আলো
স্বপ্নের মতো হোক রঙিন। ..
আজ আকাশে উড়ে যাক সাদা মেঘ
ঝরে যাক বৃষ্টি, হয়ে যাক অভিষেক,
এই বছরেও, হাসিমুখ থেকে যাক
ভালো থাক শুভ হোক,
Happy birthday to you
আজ হবে গান, হৃদয়ের কলতান
শুভ হোক, শুভ হোক আগামীর অভিযান,
এই শুভদিন, থেকে যাক অমলিন
শুভ হোক, শুভ হোক তোমার জন্মদিন।
“Shuvo Jonmodin” Video
Shuvo Jonmodin Lyrics In English :
Aaj mon chutey jaay anonder thikanay
Ami meghe meghe janabo ei subhokamona
Aaj-subhodin rongdhonur ashay
Tumi hasimukhe theko ei
Anonder janalay
Aaj akasher buke kabbyo lekha
Aaj-megher doll chotey ronger ashay
Aaj prithibir joto bishonnota
Sore jaak khub bhalobashay
Aaj akashe ure jaak sada megh
jhore jaak brishti hoye jaak obhishek
Ei bochoreo hasimukh theke jak
Bhalo thak shubho hok
Happy birthday to you
Aaj hobe gaan hridoyer kolotaan
Shubho hok shubho hok agamir obhijan
Ei subhodin theke jaak amolin
Subho hok subho hok tomar jonmodin
Momer aalor sobhay
Tomay dilam e gaan
Jonakir utsove nokhotrer aaloy
Tomake abhinandan janai
Ei bochoreo aalo chorao
Ei-subhodin roye jaak shubhechchay
Ei hasimukh ei momer aalo
Shopner moto hok rangeen
শিরোনামহীন ব্যান্ড এর বাতিঘর অ্যালবাম এর গান শুভ জন্মদিন গানের লিরিক্স লিখেছেন জিয়াউর রহমান এবং গানটি গেয়েছেন শেখ ইশতিয়াক। গানটির সুর দিয়েছেন সুদীপ্ত সিনহা দিপু।