SHUNNOTA LYRICS (শূন্যতা) ARMAN ALIF Bangla Song 2019

0
320

Shunnota Lyrics by Arman Alif :
Shunnota Lyrics In Bangla. The Song Is Sung by Arman Alif. Starring: Rasel Khan, Papiya And Saif. Sunnota Song Lyrics written by Arman Alif. Video Song directed by Saikat Reza. Cinematography by Bikash Saha. Edit And Color by Rejaul Raju. Production: SR Film.

Song Name: Shunnota
Singer: Arman Alif
Music: Sahriar Rafat
Lyrics & Tune: Arman Alif
Director: Saikat Reza
Label: Central Music and Video [CMV]

Shunnota Lyrics :
শূন্যতা কত আমায় ঘিরে
মধ্য রাতে হঠাৎ করে তাকে মনে পড়ে
তোমার সাথে আড়ি আমার সেই কবে থেকে
তাই হাসি আমার ছুটি নিয়েছে খুব যত্ন করে।

আমি নীরবে কেঁদে কেঁদে যারে হাসতে শেখালাম
সেই তুমি তারে বাসলে ভালো
অন্য মানুষ যার নাম
আমি খুব যত্ন করে তোমায় হাসতে শেখালাম
সেই তুমি হেঁটে গেলে সে হাতে হাত রেখে
অন্য হাত যার নাম,
অন্য হাত যার নাম
ও মেয়ে অন্য মানুষ যার নাম
অন্য মানুষ যার নাম
ও মেয়ে অন্য হাত যার নাম।

সেই পরিচিত মেসেজ এর টোন-টা ও
অচেনা লাগে আজ
অচেনা লাগে আমার অতি প্রিয়
সেই মানুষ টার সাজ
প্রতিনিয়ত এই মন আমার করে হাহাকার
বোকার মতো ভেবে যাই সেই তুমি কার ?
তুমি কার ?

আমি নীরবে কেঁদে কেঁদে যারে হাসতে শেখালাম
সেই তুমি তারে বাসলে ভালো
অন্য মানুষ যার নাম
আমি খুব যত্ন করে তোমায় হাসতে শেখালাম
সেই তুমি হেঁটে গেলে সে হাতে হাত রেখে
অন্য হাত যার নাম,
অন্য হাত যার নাম
ও মেয়ে অন্য মানুষ যার নাম
অন্য মানুষ যার নাম
ও মেয়ে অন্য হাত যার নাম।

সেই পুরোনো হওয়া গলির পথ-টা ও
তোমায় খোঁজে আজ
কেউ জানলো না রে আমার তরে
আর মায়া নাই তোমার
ঘুমের ঘোরে ঘুরে ফায়ার
আজ তোমায় চাওয়া খুব
তুমি ভালোই আছো ভালোই থাকো
আমি হারাই আমার ঘুম।

আমি নীরবে কেঁদে কেঁদে যারে হাসতে শেখালাম
সেই তুমি তারে বাসলে ভালো
অন্য মানুষ যার নাম
আমি খুব যত্ন করে তোমায় হাসতে শেখালাম
সেই তুমি হেঁটে গেলে সে হাতে হাত রেখে
অন্য হাত যার নাম,
অন্য হাত যার নাম
ও মেয়ে অন্য মানুষ যার নাম
অন্য মানুষ যার নাম
ও মেয়ে অন্য হাত যার নাম।

Shunnota koto amay ghire
Moddho raate hotath kore taake mone pore
Tomar sathe aari amar sei kobe theke
Tai haasi amar chuti niyeche khub jotno kore

Ami nirobe kede kede jare haaste sekhalam
Sei tumi taare bashle valo,
onno manush jar naam
Ami khub jotno kore tomay haste sekhalam
Sei tumi hete gele se haate haat rekhe
onno haat jaar naam,
onno haat jaar naam
O meye onno manus jaar naam
onno manus jaar naam
O meye onno haat jaar naam

Sei porichito message er tone tao
ochena laage aaj
Ochena laage amar oti priyo
sei manush taar saaj
Protiniyoto ei mon amar kore hahakar
Bokar moto vebe jai sei tumi kaar ?
Tumi kaar ?

Sei purono howa golir poth tao tomay khoje aaj
Keu janlo na re amar tore aar maya nai tomar
Ghumer ghore ghure fire aajo tomay chaowa khub
Tumi valoi acho valoi thako ami harai amar ghum