Shundori Romoni Lyrics (সুন্দরী রমণী) Tasrif Khan | Kureghor Band

0
143


ও সুন্দরী রমণী

বাপের টাকায় ফুটানি,

আটা ময়দার সাজুনি

আর ছেলে চাও খানদানি৷  

তুমি টিকটকের সুপারস্টার 

হাজার হাজার ফলোয়ার,

কেমন যেন ব্যাবহার

বেইল নাই যে আর তোমার৷ 

শেষ হলো মাথায় ভেঙে কাঁঠাল খাওয়ার দিন  

যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন,

তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর 

এবার সময় হলো মুখের উপর বলে দেবার। 

ও সুন্দরী রমণী

বাপের টাকায় ফুটানি,

আটা ময়দার সাজুনি

আর ছেলে চাও খানদানি৷  

তুমি টিকটকের সুপারস্টার 

হাজার হাজার ফলোয়ার,

কেমন যেন ব্যাবহার

বেইল নাই যে আর তোমার৷৷ 

তুমি বাপের বড় ছেলেদেরও ডাকো নামধরে

তোমার কমনসেন্সের এত অভাব হয় কেমন করে?

নিজে অনার্স বিএ পাশ না করেই চাও বিসিএস স্বামি 

হিপোক্রেসির ত ভাই লিমিট আছে বুঝবা কবে তুমি?

শেষ হলো মাথায় ভেঙে কাঁঠাল খাওয়ার দিন  

যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন,

তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর 

এবার সময় হলো মুখের উপর বলে দেবার। 

ও সুন্দরী রমণী

বাপের টাকায় ফুটানি,

আটা ময়দার সাজুনি

আর ছেলে চাও খানদানি৷  

তুমি টিকটকের সুপারস্টার 

হাজার হাজার ফলোয়ার,

কেমন যেন ব্যাবহার

বেইল নাই যে আর তোমার৷৷ 

ছেলে হলে বুঝতা কত ধানে কত চাল

বেকার মুখে মিস্টি খেলেও লাগত ঠোঁটে ঝাল, 

বুচ্ছি তুমি মহারানি, চাঁদের দেশে থাকো 

এখন ব্যাস্ত আমি সাইডে চাপো একটু শান্তি রাখো।

শেষ হলো মাথায় ভেঙে কাঁঠাল খাওয়ার দিন  

যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন,

তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর 

এবার সময় হলো মুখের উপর বলে দেবার। 

ও সুন্দরী রমণী

বাপের টাকায় ফুটানি,

আটা ময়দার সাজুনি

আর ছেলে চাও খানদানি৷   

তুমি টিকটকের সুপারস্টার 

হাজার হাজার ফলোয়ার, 

কেমন যেন ব্যাবহার

বেইল নাই যে আর তোমার।। 

ও সুন্দরী রমণী লিরিক্স – তাসরিফ খান :

O shundori ramani

Baaper takay futani

Aata moydar sajuni

Aar chele chao khandani

Tumi tiktok er superstar

Hajar hajar follower

Kemon jeno bebohar

Bail nai je aar tomar