Shono Na Ruposhi Lyrics (শোননা রূপসী) Sorry Dipannita

0
75


Shono Na Ruposhi Lyrics from Sorry Dipannita :

Shono Na Ruposhi Song Is Sung by Tarif And Shifat from Sorry Dipannita Bangla Natok. Music Composed by Shkahawat Ornok. Shono Na Ruposhi Dipannita Lyrics Written by Swaraj Deb.

Sorry Dipannita Bengali Drama Cast : Jibon, Nafia, Preva, Anas, Tasfia, Shuvo, Rayhan And Others.

Song : Dipannita

Drama : Sorry Dipannita

Singer : Tarif & Shifat

Composer : Shkahawat Ornok

Lyrics & Tune : Swaraj Deb

Director : Swaraj Deb

DOP : Yeasin & Ahsanul Islam Mizan 

Editor : Jahangir alam 

Production : Raj Films

Music Label : Tiger Media

Shono Na Ruposhi Song Lyrics In Bengali :

সময় যখন মরুর ঝড়ে

এ মন হারায় কেমন করে,

আমি তখন যোজন দূরে 

একাকি সঙ্গি মৌনতা,

আকাশ যখন আঁধার ভীষণ

এক ফোঁটা জল চেয়েছে মন,

অবহেলায় অপমানে 

পেয়েছে রিক্ত শুন্যতা। 

সমান্তরাল পথের বাঁকে 

তোমার পথের দিশা থাকে,

সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা। 

গাছের সবুজ পাতার ফাঁকে

তোমার ছোঁয়া মিশে থাকে,

সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা।। 

তুমি নীলাকাশ, আপন করেছো 

হঠাৎ কোন কালে কে জানে,

স্বপ্ন সীমানা, ছুঁয়ে দিয়েছো 

কোন সে জাদুতে কে জানে। 

আমি ছিলাম তোমার পাশে

তোমার আকাশ ভালবেসে,

সে বিশালে খুঁজেছি একটুকু ঠাঁই 

তাও মেলেনি তা,

হঠাৎ যখন ছুটির খেলা

মেঘে মেঘে অনেক বেলা,

তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে 

খুঁজছো যে বৃথা। 

অশান্ত মন বোঝাই কাকে

হারিয়ে চাইছি তোমাকে,

হাতছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতা। 

নদীর শেষে আকাশ নীলে

স্বপ্নগুলো মেলে দিলে,

তারা বলে সবাই মিলে দীপান্বিতা।। 

শোননা রূপসী, তুমি যে শ্রেয়সী

কি ভীষণ উদাসি প্রেয়সী,

নানা না, নানা না

জীবনের গলিতে, এ গানের কলিতে

চাইছি বলতে ভালবাসি। 

চোখের জলেরই আড়ালে

খেলা শুধুই দেখেছিলে,

যন্ত্রণারই আগুন নীলে

পুড়েছি যে বোঝনি তা,

অভিমানে চুপটি করে

এসেছি তাই দূরে সরে,

বোঝাতে চেয়েও পারিনি

তাই বোঝাতে লুকোনো কথা। 

ইটপাথরের এ শহরে

গাড়ি বাড়ির এ বহরে,

খুঁজছে এ মন ভীষণ করে দীপান্বিতা। 

জীবন যখন থমকে দাঁড়ায় 

স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়,

তৃষ্ণা বুকের বৃষ্টি হারায় দীপান্বিতা। 

কল্পনারই আকাশ জুড়ে

নানা রঙে লোকের ভিড়ে,

দুচোখ বুজেও স্বপ্ননীড়ে দীপান্বিতা। 

তুমি আমার চোখের ভাষা

তুমি আমার সুখের নেশা,

তুমি আমার ভালবাসা, দীপান্বিতা।। 

শোননা রূপসী লিরিক্স – সরি দীপান্বিতা :

Somoy Jokhon Morur Jhore

E Mon Haray Kemon Kore

Ami Tokhon Jojon Dure

Ekaki Songgi Mounota

Akash Jokhon Andhar Vishon

Ek Fota Jol Cheyeche Mon

Obohelay Opomane Peyechi Rikto Shunnota

Somantoral Pother Bake

Tomar Pother Disha Thake

Se Disha Khoje Tomake Dipannita

Gacher Sobuj Patar Fake

Tomar Chowa Mishe Thake

Se Chowa Khoje Tomake Dipannita

Shonona Ruposhi Tumi Je Sreyoshi

Ki Vishon Udashi Preyoshi

Jiboner Golite E Gaaner Kolite

Chaichi Bolte Valobashi